Largest IT Raid: পাহাড়প্রমাণ টাকা! দেশের সবচেয়ে বড় আইটি রেইড, ১০ দিনেও টাকা গোনা শেষ হয়নি! কত টাকা উদ্ধার হয় জানেন?

Last Updated:
Largest IT Raid: আইকর হানার কথা মাঝে মাঝেই শোনা যায়। অনেক সময় কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই আয়কর রেইড থেকে।
1/6
ইনকাম ট্যাক্স রেইড বা আইকর রেইডের কথা মাঝে মাঝেই শোনা যায়। অনেক সময় কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই আয়কর রেইড থেকে। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে বড় আয়কর রেইড কবে হয়েছিল? কত টাকাই বা উদ্ধার হয়েছিল সেই রেইড থেকে?
ইনকাম ট্যাক্স রেইড বা আইকর রেইডের কথা মাঝে মাঝেই শোনা যায়। অনেক সময় কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই আয়কর রেইড থেকে। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে বড় আয়কর রেইড কবে হয়েছিল? কত টাকাই বা উদ্ধার হয়েছিল সেই রেইড থেকে?
advertisement
2/6
গত বছরই এই আয়কর রেইড হয়েছিল। আয়কর রেইড থেকে উদ্ধর হয়েছিল ৩৫২ কোটি টাকা। ১০ দিন ধরে গোনা হয়েছিল সেই পরিমাণ টাকা।
গত বছরই এই আয়কর রেইড হয়েছিল। আয়কর রেইড থেকে উদ্ধর হয়েছিল ৩৫২ কোটি টাকা। ১০ দিন ধরে গোনা হয়েছিল সেই পরিমাণ টাকা।
advertisement
3/6
ভারতীয় ইনকাম ট্যাক্সের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ কিছু দলকে পুরস্কৃতও করা হয়, যার মধ্যে ছিল এই বিশেষ দলও, যারা দেশের সর্ব কালের সবচেয়ে বড় আইটি রেইড করেছিলেন।
ভারতীয় ইনকাম ট্যাক্সের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ কিছু দলকে পুরস্কৃতও করা হয়, যার মধ্যে ছিল এই বিশেষ দলও, যারা দেশের সর্ব কালের সবচেয়ে বড় আইটি রেইড করেছিলেন।
advertisement
4/6
১০ দিন ধরে টাকা গুনে মোট ৩৫১.৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়। মোট তিন ডজন টাকা গোনার মেশিন দিয়ে এই অভিযান চালানো হয়েছিল।
১০ দিন ধরে টাকা গুনে মোট ৩৫১.৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়। মোট তিন ডজন টাকা গোনার মেশিন দিয়ে এই অভিযান চালানো হয়েছিল।
advertisement
5/6
বিভিন্ন ব্যাঙ্কের মেশিন এবং কর্মীদের এই রেইডে টাকা গুনতে কাজে লাগানো হয়েছিল। এটাই দেশের এখনও পর্যন্ত সবচেয়ে বড় আইটি রেইড।
বিভিন্ন ব্যাঙ্কের মেশিন এবং কর্মীদের এই রেইডে টাকা গুনতে কাজে লাগানো হয়েছিল। এটাই দেশের এখনও পর্যন্ত সবচেয়ে বড় আইটি রেইড।
advertisement
6/6
ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে এই আইটি রেইড করা হয়। পরে জানা যায়, ধীরাজ সাহু সরকারকে ১৫০ কোটি টাকা আয়কর দেন।
ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে এই আইটি রেইড করা হয়। পরে জানা যায়, ধীরাজ সাহু সরকারকে ১৫০ কোটি টাকা আয়কর দেন।
advertisement
advertisement
advertisement