তিনি এলাকায় চাষি হলেও একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ। দৈনন্দিন ভরতপুর থানায় হাজিরা দিতেন। পুরনো গ্রাম্য বিবাদের জেরেই এই খুন বলে দাবি পরিবারের।
জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন ভরতপুরের আলু গ্রাম পঞ্চায়েত এলাকার সিয়ালাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় কয়েক জনের সঙ্গে তাঁর বচসা হয়। বচসা চলাকালীন দু’টি বাইকে থাকা জনা পাঁচেক দুষ্কৃতী অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে ষষ্ঠীর উপরে হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই তৃণমূলকর্মী।
advertisement
আরও পড়ুন: এমনও হয়! প্রেমের পথে কাঁটা দু’বছরের শিশুকন্যা? মা ও প্রেমিক মিলে যা করল অবিশ্বাস্য
তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে যান। তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবে নষ্ট হতে থাকে ফুসফুস! কোন ভিটামিন জানেন? জেনে সতর্ক হোন
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। দৈনন্দিন ভরতপুর থানায় হাজিরা দিতেন ষষ্ঠী ঘোষ। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, “পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না।”
কৌশিক অধিকারী