এমনও হয়! প্রেমের পথে কাঁটা দু'বছরের শিশুকন্যা? মা ও প্রেমিক মিলে যা করল অবিশ্বাস্য

Last Updated:

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের কন্যাসন্তানকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিল মা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধাওয়াপাড়া গ্রামে।

প্রতীকী ছবি Image Courtesy: News18
প্রতীকী ছবি Image Courtesy: News18
নদিয়া: পথের কাঁটা সরাতে দুই বছরের শিশুকন্যাকে খুনে অভিযুক্ত মা ও মায়ের প্রেমিক। মায়ের প্রেমের পথে কাঁটা হয়েছিল দু’বছরের কন্যা। সেই কারণে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের কন্যাসন্তানকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিল মা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পলাশিপাড়া থানার ধাওয়াপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা রাহুল শেখের আগে তিনটি বিবাহ হয়েছিল, তার একাধিক সন্তান রয়েছে। কিন্তু প্রথম ও তৃতীয় স্ত্রী এবং তাদের সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সংসার করছিল সে। সম্প্রতি তার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম দক্ষিণ পাড়ার গৃহবধূ মিনা খাতুনের। এরপর সেখানে কাজে যায় রাহুল। সেখানে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
advertisement
আরও পড়ুন: ‘ঝাঁঝালো চাইনিজ খেয়ে মুখ না ধুয়ে চুম্বনের দৃশ্য করতে এল হিরো’! বিদ্যার শ্যুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শুনলে চমকাবেন
দিন সাতেক আগে দু’বছরের কন্যাসন্তান লামিয়া খাতুনকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে প্রেমিক রাহুলের সঙ্গে পলাশিপাড়ায় চলে আসে মিনা। সেখানে বসবাস করতে শুরু করে তারা। বুধবার সন্ধ্যায় তারা পরিবার ও প্রতিবেশীদের জানায় ডায়েরিয়া হয়ে তাদের কন্যার মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সন্দেহ হয় তাকে খুন করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেন তারা। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি রাহুল ও মিনাকে আটক করে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবে নষ্ট হতে থাকে ফুসফুস! কোন ভিটামিন জানেন? জেনে সতর্ক হোন
জেরায় পুলিশের কাছে তারা খুনের কথা স্বীকার করে। পুলিশ জানিয়েছে, রাহুল মিনাকে শর্ত দিয়েছিল শিশুকন্যাকে খুন করলে তবেই তাকে বিয়ে করে সংসার করবে। স্বামীর কাছে ফিরে যাওয়ার উপায় ছিল না মিনার। বাধ্য হয়েই প্রেমিকের শর্ত মেনে বুধবার সন্ধ্যায় নিজের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুন করে সে। এরপর ডায়েরিয়া হয়ে মৃত্যু হয়েছে বলে গল্প ফাঁদে। রাহুলের কাকা লালন শেখের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পলাশিপাড়া থানার পুলিশ। ধৃতদের আজ তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
সমীর রুদ্র
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এমনও হয়! প্রেমের পথে কাঁটা দু'বছরের শিশুকন্যা? মা ও প্রেমিক মিলে যা করল অবিশ্বাস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement