TRENDING:

West Bengal Municipal Election 2022: বারাসত মহকুমার পাঁচ পুরসভার দখল নিল তৃণমূল, বিজেপি নেই একটি ওয়ার্ডেও

Last Updated:

West Bengal Municipal Election 2022: বারাসত পুরসভার ৩৫ আসনের মধ্যে তৃণমূলের দখলে এসেছে ৩০টি ওয়ার্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বারাসত মহকুমার পাঁচটি পুরসভারই দখল নিল তৃণমূল। জয় প্রত্যাশিতই ছিল, তবে রাজনীতির মুখ বদলের দিকটি আরও স্পষ্ট হল এই পুরভোটে। তৃণমূল জেতার পাশাপাশি কার্যত ধুয়ে-মুছে সাফ হয়ে গেল বিজেপি। মহকুমার কোনও পুরসভায় একটিও আসনে জয় পেল না গেরুয়া শিবির। উল্লেখযোগ্য ভাবে ভাল ফল করে পাঁচ পুরসভা মিলিয়ে ১০ আসনে জয় পেল বামফ্রন্ট (West Bengal Municipal Election 2022)।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

বারাসত পুরসভার ৩৫ আসনের মধ্যে তৃণমূলের দখলে এসেছে ৩০টি ওয়ার্ড। এ ছাড়া সিপিএম পেয়েছে দুটি ও একটি আসনে জয় পেয়েছে সিপিআই। নির্দল জয় পেয়েছে দুটি আসনে। অশোকনগর পুরসভায় ২৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২০টি আসনে জয় পেয়েছে (West Bengal Municipal Election 2022), সিপিএম জয় পেয়েছে ২টি আসনে। কংগ্রেস জয় পেয়েছে একটি আসনে।

advertisement

আরও পড়ুন: অধিকারী 'গড়ে' জোর ধাক্কা, পুরভোটে বিজেপি বিধায়কের শোচনীয় পরাজয়!

এ ছাড়াও মধ্যমগ্রাম পুরসভার ২৮ আসনের মধ্যে মোট ২৪টিতে জয় পেয়েছে তৃণমূল। বামফ্রন্ট এখানে জিতেছে চারটি আসনে। তবে হাবড়া পুরসভা বিরোধী শূন্যই থেকেছে। এই পুরসভার ২৪টি আসনই দখল করেছে তৃণমূল। গোবরডাঙা পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এখানেও একটি আসন পেয়েছে বামফ্রন্ট ও একটি আসন জিতেছে তৃণমূল (West Bengal Municipal Election 2022)।

advertisement

আরও পড়ুন: উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা তৃণমূলের

তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ভোটের সাফল্যের পর খুব বড় করে বিজয় মিছিল না করাই শ্রেয়। বিরোধী নেতাদের মিষ্টি খাওয়ানোর প্রক্রিয়া চলতে পারে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, উল্লাস প্রকাশ করবেন। উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়। সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়।

advertisement

কর্মীদের দেওয়া বার্তায় তৃণমূল জানিয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। প্রত্যেকটি জয় দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল আরও সংবেদনশীল আরও সহনশীল হতে হবে। মানুষ অনেক আশা করেছেন। সেখানে ভুলেও এমন কোনও পদক্ষেপ আগামীদিনে করবেন না যাতে কোনও প্রশ্ন কেউ তুলতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022: বারাসত মহকুমার পাঁচ পুরসভার দখল নিল তৃণমূল, বিজেপি নেই একটি ওয়ার্ডেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল