Trinamool Congress: উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা তৃণমূলের

Last Updated:

Trinamool Congress Message: দলের কর্মী এবং নেতৃত্বকে আরও দায়িত্বশীল, আরও সংবেদনশীল এবং আরও সহনশীল হতে হবে। 

File Photo
File Photo
আবীর ঘোষাল, কলকাতা: উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে দলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে এমনটাই উল্লেখ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বুধবার প্রকাশ হচ্ছে রাজ্যের ১০৮ পুরসভার ফল। এর মধ্যে একটি পুরসভায় আগেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল (TMC)। এবার বাকি পুরসভার ফলের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস। সেই মর্মেই ‘আবার চাই’ শীর্ষক লেখায় তৃণমূল কংগ্রেস দলের কর্মীদের উদ্দেশে একাধিক বার্তা রেখেছে।
সম্পাদকীয়তে উল্লেখ হয়েছে, ‘‘একথা নিশ্চিত করেই বলা যায়, তৃণমূল কংগ্রেস জয়ের নিরিখে এত যোজন দূরে এগিয়ে থাকবে যে বাকিদের দূর থেকে দূরবিন দিয়ে দেখতে হবে। দুপুরের মধ্যেই ফলাফলের হিসেবটা পরিষ্কার হয়ে যাবে। তারপর উড়বে সবুজ আবির। কোথাও কোথাও মানুষ রাস্তায় বের হবেন৷ উল্লাস প্রকাশ করবেন। কিন্তু এখানেই খুব স্পষ্টভাবে তৃণমূল কর্মীদের প্রতি দলের নির্দেশ, আবীর হোক, উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়।
advertisement
advertisement
সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়। ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কিন্তু কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। যাঁদের মানুষ প্রাণভরে আশীর্বাদ করছেন, তাঁদের মনে রাখতে হবে প্রত্যেকটি জয় বলে দিয়ে যাচ্ছে, দলের কর্মী এবং নেতৃত্বকে আরও দায়িত্বশীল, আরও সংবেদনশীল এবং আরও সহনশীল হতে হবে। জয় মানে মানুষকে আরও বেশি পরিষেবা দেওয়ার সুযোগ। জয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে আরও তৃণমূলস্তরে নিয়ে যাওয়া ৷ যাতে মানুষের উপকার হয়। একদিকে জনবিরোধী কেন্দ্রীয় সরকার আর অন্যদিকে জনদরদি রাজ্য সরকার। মানুষ যেন এই দুই সরকারের পার্থক্যটা দিনের আলোর মতো স্পষ্টভাবে দেখতে পান।"
advertisement
রাজনৈতিক মহলের মতে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল তারাই একমাত্র মানুষের পাশে আছে, বিরোধীরা নেই এই বার্তা ফল বেরনোর আগে থেকেই দিয়ে রাখল। সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘মানুষ কিন্তু তৃণমূল সরকার এবং তৃণমূল কর্মীদের কাছ থেকে অনেক আশা করছেন। সেখানে ভুলেও এমন কোনও পদক্ষেপ আগামী দিনে নিশ্চিতভাবে তৃণমূলকর্মীরা করবেন না, যাতে কোনও প্রশ্ন কেউ তুলতে পারেন। পুরসভা মানে একেবারে শহর-শহরতলির অলিতে গলিতে ঢুকে পড়া এবং মানুষকে আরও বেশি উন্নয়নের সঙ্গী করে নেওয়া।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Trinamool Congress: উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা তৃণমূলের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement