এবার নিজের জন্মদিনে পালন করতেই দশ লক্ষ টাকা খরচ করে বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গত সোমবারই কলকাতায় নজরুল মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের সাধারণ জীবনযাপনের পরামর্শ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল কার্যত দিনভর ধুমধাম করে নিজের জন্মদিন পালন করলেন হুমায়ুন কবির। কাটলেন ষাট পাউন্ডের কেক।
advertisement
আরও পড়ুন: শিব ঠাকুরের মামলাই কি কাল হল? অনুব্রতর জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট
এমন কি, জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের জনপ্রিয় জুটি অভিনেত্রী অপু বিশ্বাস এবং অভিনেতা শাকিব খান। বিধায়কের জন্মদিন উপলক্ষে দু' বেলা কয়েক হাজার মানুষের জন্য় ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। রাখঢাক না করে বিধায়ক নিজেই জানিয়েছেন, সবমিলিয়ে খরচ হয়েছে লাখ দশেক!
মঙ্গলবার ৬০ বছরে পড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই উপলক্ষেই ভরতপুরের সালারে গতকাল প্রায় পাঁচ হাজার মানুষের খাওয়া দাওয়ার এলাহি আয়োজন ছিল। রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্য়বস্থা করা হয়। মাঠের ভিতরে কয়েক হাজার মানুষ সেই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন। বিধায়ক কেক কাটার পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস।
জন্মদিন পালন করা নিয়ে হুমায়ুন কবির বলেন, 'আমার সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়রা যাঁদের নিয়ে রাজনীতি করি, পথ চলি তাঁদের নিয়ে একটু আনন্দ করলাম। যখন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলাম তখন করোনার জন্য় কঠোর বিধিনিষেধ ছিল। বিজয় উৎসবও করতে পারিনি। কর্মীরাও আনন্দ করতে চেয়েছিলেন। এটা করা দরকারও ছিল। গত বছরও আমার জন্মদিন পালন করেছিলাম। আজকেও তাই করলাম।'
আরও পড়ুন: বন্দে ভারতে হামলার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু, আসল কারণ জানতে NIA তদন্তের দাবি
শুধু তাই নয়, আগামিকাল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৬৮ তম জন্মদিন পালনের পরিকল্পনাও সেরে ফেলেছেন ভরতপুরের বিধায়ক। তিনি জানিয়েছেন, ' আগামী ৫ তারিখ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জন্মদিন। তিনি একজন বিরল ব্য়ক্তিত্ব। তাই তাঁর জন্মদিনে আমরা এখানে দুঃস্থ মানুষের মধ্য়ে বস্ত্র বিতরণ করে এবং ৬৮ পাউন্ডের কেক কেটে উদযাপন করব।'
বিধায়কের জন্মদিন পালন নিয়ে দলের নেতা কর্মীদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। বিরোধীরা অবশ্য় জন্মদিনের এই বিপুল খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। হুমায়ুন কবিরের অবশ্য় দাবি, তাঁর নিজের ব্য়বসা রয়েছে। সেই সূত্রে করা উপার্জন থেকেই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।