Anubrata Mondal: শিব ঠাকুরের মামলাই কি কাল হল? অনুব্রতর জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট
- Published by:Debamoy Ghosh
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
#কলকাতা: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকালই অনুব্রত মণ্ডলের আবেদনের ভিত্তিতে চলা শুনানি শেষ হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ মামলার রায় দান করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি জয়মাল্য় বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।
সিবিআই-এর দায়ের করা গরু পাচার মামলাতেই জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। যদিও গতকাল মামলার শুনানি চলাকালীনই তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতকে হেফাজতে পেতে যেভাবে পুলিশ সক্রিয় হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই বিচারপতি। পুলিশের ভূমিকা অস্বচ্ছ এবং লজ্জাজনক বলেও উল্লেখ করেছিলেন দুই বিচারপতি। যদিও কী কী কারণে আদালত জামিনের আবেদন খারিজ করল, তার বিস্তারিত নির্দশনামা এখনও পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুন: 'ভালবেসে নিশ্চই অযোগ্যদের চাকরি দেওয়া হয়নি!', এসএসসি-কাণ্ডে টাকার লেনদেন নিয়ে প্রশ্ন সিবিআই-কে
advertisement
অন্য়দিকে এই মামলায় সিবিআই-এর পক্ষ থেকে বার বারই আদালতে যুক্তি দেওয়া হয়, অনুব্রত মণ্ডল যথেষ্ট প্রভাবশালী। তিনি জামিন পেলে মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেই দাবি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের। উদাহরণ হিসেবে বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ুর পর যেভাবে গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই অফিসারদের নাম জড়ানো হয়েছে, সেই বিষয়টিও আদালতের নজরে এনেছিলেন সিবিআই-এর আইনজীবী।
advertisement
সিবিআই আরও অভিযোগ করেছিল, জেলে বসেই অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। যদিও এ কথা শুনে পাল্টা সিবিআই-এর আইনজীবীকেই আদালত প্রশ্ন করে, কোথা থেকে বা কার সঙ্গে অনুব্রত মণ্ডল কথা বলেছেন, তার বিস্তারিত তথ্য় কেন জোগাড় করতে পারেননি সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। একই সঙ্গে রাজনৈতিক কারণেই সিবিআই অনুব্রত মণ্ডলকে জেলবন্দি করে রাখছে কি না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে সেই প্রশ্নও করে হাইকোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 2:22 PM IST