Suvendu Adhikari: বন্দে ভারতে হামলার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু, আসল কারণ জানতে NIA তদন্তের দাবি
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে ক্ষতির শিকার হচ্ছে সরকারি সম্পত্তি?
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দফতর এবং রেল মন্ত্রককে ট্যাগ করে বন্দে ভারত ট্রেনে হামলার ঘটনার তদন্তভার এনআইএ- এর হাতে তুলে দেওয়ার আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে ভারত ট্রেনের সূচনার দিন হাওড়া স্টেশনে আসা মাত্রই 'জয় শ্রীরাম' স্লোগানের বদলা নিতেই কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা? এই প্রশ্ন তুলেই ট্রেনে পরপর হামলার ঘটনার আসল কারণ কী? কারা চালাচ্ছেন হামলা?
তার যথাযথ তদন্ত করে ঘটনার আসল কারণ অনুসন্ধান করতেই NIA- কে তদন্তভার দেওয়া উচিত বলে মনে করেন শুভেন্দু অধিকারী। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর তিনদিনের মধ্যেই দু'বার হামলা। প্রথমবার মালদহের পরে দ্বিতীয়বার নিউ জলপাইগুড়ি। বন্দে ভারতকে লক্ষ্য করে দুবার পর পর ইটছোড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন।
advertisement
advertisement
প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে ক্ষতির শিকার হচ্ছে সরকারি সম্পত্তি? বন্দেভারত এক্সপ্রেসের উপরে ইট ছোড়ার ঘটনায় বুধবার ফের তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
শুভেন্দু অধিকারীর মতো তিনিও প্রশ্ন তোলেন, "অনেকেই সন্দেহ করছেন, 'জয় শ্রীরামে'র বদলা হিসেবেই পাথর ছোড়া হচ্ছে না তো?'' এরই মধ্যে আবার এনআইএ নয়, বরং বন্দে ভারত কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 1:37 PM IST