আরও পড়ুনঃ ১২ বছরের সহবাস সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! লিভ-ইন সঙ্গীর চোখে… রক্তাক্ত পরিণতি রাজপুরে
কয়েকদিন আগে ওয়াকফ বিলের প্রতিবাদে গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিধায়কের মুক্তির দাবিতে বাংলার বিভিন্ন প্রান্তের মিছিল হয়। তেমনই ভাঙড়েও আইএসএফ-এর কর্মী সমর্থকেরা মিছিল করেন। অভিযোগ, সেই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন বেশ কিছু আইএসএফ মহিলা কর্মী।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ ওভারব্রিজ! প্ল্যাটফর্মে দাঁড়ানো মালগাড়ির নিচে… বারুইপুর স্টেশনে ভয়ঙ্কর দৃশ্য
তারই প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল। ‘ISF ছিঃ ছিঃ’র মতো একাধিক পোস্টার হাতে মিছিলে হাঁটেন তৃণমূলের হাজার হাজার মহিলা কর্মী। স্লোগান তুলে গলা ফাটানোর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললে সেই আঙুল ভেঙে দেওয়া হবে বলেও হুঙ্কার দেন শাসক দলের বিধায়ক শওকত মোল্লা।