বন্ধ ওভারব্রিজ! প্ল্যাটফর্মে দাঁড়ানো মালগাড়ির নিচে... বারুইপুর স্টেশনে ভয়ঙ্কর দৃশ্য

Last Updated:

শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ত স্টেশনের নাম বারুইপুর জংশন। শুক্রবার রাতে সেখানেই এক ভয়াবহ চিত্র ধরা পড়ল।

+
বারুইপুর

বারুইপুর স্টেশনে মালগাড়ির নীচ দিয়ে যাত্রীদের পারাপার

বারুইপুর, সুমন সাহা: শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ত স্টেশনের নাম বারুইপুর জংশন। আর সেখানেই এক ভয়াবহ চিত্র ধরা পড়ল শুক্রবার রাতে। একটি মালগাড়ি চার নম্বর প্ল্যাটফর্মের রেল ট্রাকের উপর দাঁড়িয়ে থাকায় বারুইপুর স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে আসা ট্রেন থেকে নেমে যাত্রীরা দাঁড়িয়ে থাকা মালগাড়ির নিচ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বেশ কিছু দিন ধরেই রক্ষণাবেক্ষণের জন্য ফুটওভার ব্রিজটা বন্ধ রাখা হয়েছে রেলের তরফে। আর তাই বাধ্য হয়ে বাড়িতে ফেরার জন্য রেলযাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নিচ থেকেই রেললাইন পার করছেন।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে থইথই করছে চারিদিক, অবাধে ঘুরছে বিষাক্ত সাপখোপ! জল যন্ত্রণার এমন দৃশ্য আগে দেখেনি ‘এই’ এলাকাবাসী
স্টেশন ম্যানেজারকে জানিও হয়নি কোন সুরাহা। প্রায়শই মালগাড়ি চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার কারনে এভাবেই নিত্য রেল যাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে মালগাড়ির নিচে থেকেই লাইন পার হতে হয়। যেকোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কখনও কোন যাত্রী পা পিছলে পড়ে যেতে পারেন। কখনও আবার বয়স্ক মানুষদেরও এইভাবে পারাপার করতে দেখা গিয়েছে। যদিও রেলের তরফে পারাপারের জন্য দু’টো ফুট ওভারব্রিজ আছে। তবে তার মধ্যে একটা বেশ কয়েকদিন ধরে সমস্যা থাকার কারণে বন্ধ হয়ে পড়ে আছে। আর একটি ফুটওভার ব্রিজ থাকলেও মানুষ সেভাবে ব্যবহার করে না। কারণ এক নম্বর থেকে দু’নম্বর প্ল্যাটফর্ম বা দু’নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে অনেকটা ঘুরে আসতে হয়। আর সেই কারণে মানুষ এই ভাবে ঝুঁকি নিয়েই পারাপার করছে রেল লাইন। যা যে কোনো সময় বড়সড় বিপদ ডেকে আনতে পারে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধ ওভারব্রিজ! প্ল্যাটফর্মে দাঁড়ানো মালগাড়ির নিচে... বারুইপুর স্টেশনে ভয়ঙ্কর দৃশ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement