প্রবল বৃষ্টিতে থইথই করছে চারিদিক, অবাধে ঘুরছে বিষাক্ত সাপখোপ! জল যন্ত্রণার এমন দৃশ্য আগে দেখেনি 'এই' এলাকাবাসী

Last Updated:
তবে যেভাবে বৃষ্টি বাড়ছে কবে থামবে তা জানা নেই এভাবে বৃষ্টি হলে শুধু চাষবাস নয় সাধারণ মানুষের জনজীবন সমস্যার মধ্যে পড়তে হবে। 
1/6
দিনভর বৃষ্টিতে দক্ষিণ শহরতলির লাগোয়া ক্যানিং থানা এলাকার বিভিন্ন অঞ্চলে জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে ক্রমশ।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহাঃ দিনভর বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগণা শহরতলির লাগোয়া ক্যানিং থানা এলাকার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে ক্রমশ।
advertisement
2/6
কদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা রাস্তাঘাটে জল থৈথৈ করছে আর তার জেরে জলমগ্ন একাধিক এলাকা। বারইপুর থেকে থেকে শুরু করে ক্যানিং সব জায়গায় প্রায় একই ছবি। একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
ক'দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা। রাস্তাঘাটে জল থৈথৈ করছে আর তার জেরে জলমগ্ন একাধিক এলাকা। বারইপুর থেকে থেকে শুরু করে ক্যানিং সব জায়গায় প্রায় একই ছবি। একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
3/6
প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার ক্যানিং সহ বিভিন্ন এলাকা। জমি এবং নয়নজুলিতে জল জমে গিয়েছে। এমনকি বড় নর্দমা গুলিতেও জল জমে রয়েছে। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতেই পারছেনা সমস্যাই পরেছে।
প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-সহ বিভিন্ন এলাকা। জমি এবং নয়নজুলিতে জল জমে গিয়েছে। এমনকি বড় নর্দমাগুলোতেও জল জমে রয়েছে। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতেই পারছে না তাঁরা। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
4/6
নর্দমার জল ও বৃষ্টির জল মিলেমিশে একাকার। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। এমনকী, জলে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে বলেও দাবি কারও কারও। বিক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, বিগত কয়েক বছর এই ধরনের জল জমেনি, যা এ বছর দেখা গিয়েছে।
নর্দমার জল ও বৃষ্টির জল মিলেমিশে একাকার। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। এমনকি, জলে বিষাক্ত সাপ ঘুরে বেরাচ্ছে বলেও দাবি কারও কারও। বিক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, বিগত কয়েক বছর এমন জল জমেনি, যা এ বছর দেখা গিয়েছে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
5/6
বিপুল পরিমাণ বৃষ্টির জেরে চারদিকে বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে। কলকাতা শহরতলীর পাশাপাশি এবার গ্রামীণ এলাকাতেও জল থই থই পরিস্থিতি পুকুর ঘাট নদী নালা জল থৈ থৈ করছে। এমনকি পানীয় জলের কলও জলের তলায় চলে গিয়েছে।
বিপুল পরিমাণে বৃষ্টির জেরে চারদিকে বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে। কলকাতা শহরতলির পাশাপাশি এবার গ্রামীণ এলাকাতেও জল থইথই পরিস্থিতি। পুকুর ঘাট, নদী নালা জলে ডুবে গিয়েছে। এমনকি পানীয় জলের কলও জলের তলায় চলে গিয়েছে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
6/6
তবে যেভাবে বৃষ্টি বাড়ছে কবে থামবে তা জানা নেই এভাবে বৃষ্টি হলে শুধু চাষবাস নয় সাধারণ মানুষের জনজীবন সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ শাকসবজি থেকে জিনিসপত্রের দাম অনেকটাই বাড়বে। আর এর জেরে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হবে।
তবে যেভাবে বৃষ্টি বাড়ছে কবে থামবে তা জানা নেই। এভাবে বৃষ্টি হলে শুধু চাষবাস নয় সাধারণ মানুষের জীবন সমস্যার মধ্যে পড়ছে। কারণ শাকসবজি থেকে জিনিসপত্রের দাম অনেকটাই বাড়বে। আর এর জেরে সাধারণ মানুষকেই সমস্যার সম্মুখীন হতে হবে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
advertisement
advertisement