অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রাম থানার গোকুলনগরের বৃন্দাবনচকে বিজেপি করার 'অপরাধে' অভিজিৎ সাহু নামে এক বিজেপির কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার অভিযোগ, তাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মহেশপুর হাসপাতালে ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ৬ আসনের সবকটিতে জয়, পঞ্চায়েতের আগে বামেদের জয়জয়কার!
advertisement
অপরদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল জানাকে গতকাল রাতে ওই একই জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। বর্তমানে সেও চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে চাপানউতোরও।
আরও পড়ুন: প্রাথমিক টেট মিটতেই নিয়োগের বিজ্ঞপ্তি, মঙ্গলবার থেকেই শুরু ইন্টারভিউ! জানুন বিস্তারিত...
নন্দীগ্রাম জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ তুলেই নন্দীগ্রাম থানার পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নন্দীগ্রামে সন্ত্রাস শাসক দলই ছড়াচ্ছে বলে পালটা দাবি বিজেপির! বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলেই আজ নন্দীগ্রাম থানার আইসি-র মাধ্যমে এসপিকে চিঠি দিলেন নন্দীগ্রামের তৃণমূল নেতারা।
