আরও পড়ুন: গাছের নাম বোদেলা, তাতেই কুপোকাত পাহাড় প্রমাণ হাতি! আছে জব্দ করার মোক্ষম দুই ‘অস্ত্র’
পেটের দায়ে প্রাণের ঝুঁকি নিয়ে সুন্দরবনের মৎস্যজীবী এবং মধু সংগ্রহকরা বরাবরই কোর এরিয়ায় ঢুকে পড়ার চেষ্টা করেন। এই অসহায় মানুষগুলোর কাছে সেটাই হয়ত স্বাভাবিক বিষয়। কিন্তু এই বিষয়ে বন দফতরের নজরদারি চালানোর কথা। কীভাবে তাঁদের চোখে ফাঁকি দিয়ে বারবার মৎস্যজীবীরা সেখানে চলে যাচ্ছেন এবং বাঘের কবলে পড়ছে তা নিয়ে বিস্মিত অনেকেই। প্রদীপ সরদার সেভাবেই অকালে প্রয়াত হলেন বলে তাঁর প্রতিবেশীদের দাবি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কুলতলির কাটামারির বাসিন্দা প্রদীপ সরদার মাছ ও কাঁকড়া ধরে দুই সন্তানকে নিয়ে কোনরকমে জীবন যাপন করতেন। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার প্রদীপ সরদার সহ তিন মৎস্যজীবীর দল নৌকা নিয়ে সুন্দরবনের নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে নয়বাঁকির জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ পিছন থেকে বাঘ প্রদীপ সরদারের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। চেষ্টা করেও বাঘের থাবা থেকে বাঁচতে পারেননি ওই মৎস্যজীবী। রয়েল বেঙ্গল তাঁর দেহ জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায়। পরে সঙ্গে থাকা মৎস্যজীবীরা জঙ্গল থেকে প্রদীপ সরদারের দেহ উদ্ধার করে কুলতলির কাঁটামারীর ঘাটে নিয়ে আসেন। খবর পেয়ে কুলতলির থানার পুলিশ ঘাট থেকেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে প্রদীপ সরদারের দুই ছেলে।
সুমন সাহা