Bengali News: গাছের নাম বোদেলা, তাতেই কুপোকাত পাহাড় প্রমাণ হাতি! আছে জব্দ করার মোক্ষম দুই 'অস্ত্র'

Last Updated:

গাছের বীজ যেখানেই পড়ে থাকে সেখান থেকেই অপর একটি গাছের জন্ম হয়।ফলে আলাদা করে এই গাছ লাগাতে পরিশ্রম করতে হয় না কৃষকদের

+
বোদেলা

বোদেলা গাছ

আলিপুরদুয়ার: একটা মাত্র গাছ, আর সেটাই হাতির হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে সবাইকে! রক্ষা পাচ্ছে সুপরি বাগান। দেখতে আগাছা মনে হলেও বোদেলা গাছই হাতিদের কুপোকাত করতে যথেষ্ট। তাই এই গাছকেই বর্তমানে সুপুরি বাগানের রক্ষাকবচ হিসেবে ব‍্যবহার করছেন কৃষকেরা।
হাতির উৎপাত থেকে বাঁচতে কালচিনি সহ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় এই বোদেলা গাছের চাষ চলছে। এমন অদ্ভুত নামের গাছ সম্বন্ধে জানা গিয়েছে, এই গাছের ফল টক হয়ে থাকে। গাছের গায়ে কাঁটা থাকে। গাছের বীচ যেখানেই পরে থাকে সেখান থেকেই অপর একটি গাছের জন্ম হয়।ফলে আলাদা করে এই গাছ লাগাতে পরিশ্রম করতে হয় না কৃষকদের। শুধু জল দেওয়া এবং আগাছা জন্মালে তা পরিস্কার করলেই হয় যায়।
advertisement
advertisement
টক ফল ও কাঁটা যুক্ত গাছ হাতিদের ভয়ের কারণ।এই গাছে দুটি গুণ‌ই রয়েছে। দেবেন ছেত্রি নামের এক কৃষক জানান, এই গাছটিকে প্রথমে আগাছা ভেবে আমিও সরাতে গিয়েছিলাম। কিন্তু একদিন দিনের বেলায় এলাকায় হাতি এসেছিল। আমার জমির পাশের সুপুরি গাছগুলি তছনছ করে দেয়। কিন্তু আমার জমিতে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি।তখনই দেখলাম গাছে সূক্ষ কাঁটা আছে। বুঝলাম এটাই হাতি তাড়ানোর দাওয়াই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুপুরি বাগানে হাতির আক্রমণের প্রধান কারণ সুপুরি গাছের কচি সবুজ খোলস খাওয়া। এটি হাতিদের অত‍্যন্ত পছন্দের খাদ‍্য। বর্তমানে কালচিনি এলাকার কৃষকেরা এই গাছের বেড়া তৈরি করে হাতির আক্রমণ প্রতিহত করছেন। সুপুরি গাছ সংরক্ষণ হচ্ছে দেখে খুশি এলাকার কৃষকেরাও।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: গাছের নাম বোদেলা, তাতেই কুপোকাত পাহাড় প্রমাণ হাতি! আছে জব্দ করার মোক্ষম দুই 'অস্ত্র'
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement