আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
রবি সোমবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দুই থেকে তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা।
advertisement
আরও পড়ুন: অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই তিন জেলায় ফ্লাস ফ্লাড হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। তিস্তা-তোর্সা সহ সব নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও। বৃষ্টি হবে পঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে কার্যত দেরিতে বর্ষা ঢুকছে একথা বলাই যায়। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।