Agnipath age limit increased: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?

Last Updated:

প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, সাড়ে ১৭ বছর থেকে শুরু করে ২১ বছর পর্যন্ত বয়সিরা অগ্নিপথ প্রকল্পে ভারতের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#দিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভের মধ্যেই সেনায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পে যোগদানের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল৷
কেন্দ্রীয় সরকারের জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, 'যেহেতু করোনার কারণে গত দু' বছরে কোনও নিয়োগ সম্ভব হয়নি, তাই ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় একবারই বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ সেই অনুযায়ী ২০২২ সালের অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল৷'
advertisement
advertisement
প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, সাড়ে ১৭ বছর থেকে শুরু করে ২১ বছর পর্যন্ত বয়সিরা অগ্নিপথ প্রকল্পে ভারতের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন৷ কেন্দ্রের এই ঘোষণার পরই গত তিন দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যে বিক্ষোভ ভয়ঙ্কর রূপ নিয়েছে৷ রেল অবরোধের পাশাপাশি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনেও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা৷ যে যে দাবিতে বিক্ষোভ চলছে, তার মধ্যে অন্যতম ছিল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো৷
advertisement
অগ্নিপথ প্রকল্পে চাকরিতে নিযুক্ত হলেও চার বছর পর বাধ্যতামূলক অবসর নিতে হবে৷ সরকারি আধিকারিকদের দাবি, অগ্নিপথ প্রকল্পে যাঁরাই সেনায় যোগ দান করবেন, চার বছর পর সেই অগ্নিবীরদের ব্যবসা, উচ্চশিক্ষা অথবা অন্যান্য চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুবিধা বা অগ্রাধিকার দেওয়া হবে৷
কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, 'যাঁরা ব্যবসা করতে চাইবেন, তাঁদের বিশেষ আর্থিক স্কিমে ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে৷ যাঁরা পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের দ্বাদশ শ্রেণির সমতুল্য সার্টিফিকেট দেওয়া হবে যাতে তাঁরা উচ্চশিক্ষার দিকে এগোতে পারেন৷ আর যাঁরা চাকরি করতে চাইবেন, তাঁদের রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷ অন্যান্য ক্ষেত্রেও অগ্নিবীরদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে৷'
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Agnipath age limit increased: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement