Agnipath age limit increased: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, সাড়ে ১৭ বছর থেকে শুরু করে ২১ বছর পর্যন্ত বয়সিরা অগ্নিপথ প্রকল্পে ভারতের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন৷
#দিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভের মধ্যেই সেনায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পে যোগদানের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল৷
কেন্দ্রীয় সরকারের জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, 'যেহেতু করোনার কারণে গত দু' বছরে কোনও নিয়োগ সম্ভব হয়নি, তাই ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় একবারই বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ সেই অনুযায়ী ২০২২ সালের অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল৷'
advertisement
advertisement
প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, সাড়ে ১৭ বছর থেকে শুরু করে ২১ বছর পর্যন্ত বয়সিরা অগ্নিপথ প্রকল্পে ভারতের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন৷ কেন্দ্রের এই ঘোষণার পরই গত তিন দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যে বিক্ষোভ ভয়ঙ্কর রূপ নিয়েছে৷ রেল অবরোধের পাশাপাশি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনেও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা৷ যে যে দাবিতে বিক্ষোভ চলছে, তার মধ্যে অন্যতম ছিল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো৷
advertisement
অগ্নিপথ প্রকল্পে চাকরিতে নিযুক্ত হলেও চার বছর পর বাধ্যতামূলক অবসর নিতে হবে৷ সরকারি আধিকারিকদের দাবি, অগ্নিপথ প্রকল্পে যাঁরাই সেনায় যোগ দান করবেন, চার বছর পর সেই অগ্নিবীরদের ব্যবসা, উচ্চশিক্ষা অথবা অন্যান্য চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুবিধা বা অগ্রাধিকার দেওয়া হবে৷
কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, 'যাঁরা ব্যবসা করতে চাইবেন, তাঁদের বিশেষ আর্থিক স্কিমে ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে৷ যাঁরা পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের দ্বাদশ শ্রেণির সমতুল্য সার্টিফিকেট দেওয়া হবে যাতে তাঁরা উচ্চশিক্ষার দিকে এগোতে পারেন৷ আর যাঁরা চাকরি করতে চাইবেন, তাঁদের রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷ অন্যান্য ক্ষেত্রেও অগ্নিবীরদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে৷'
Location :
First Published :
June 17, 2022 10:25 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Agnipath age limit increased: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?