Local Train Problem|| অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?

Last Updated:

Sealdah-Bangaon Local Train service badly effected: 'অগ্নিপথ’ বিক্ষোভের সেই আঁচ এবার বাংলাতেও, সকাল থেকেই ঠাকুরনগর ভাটপাড়া-সহ জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ।

#ঠাকুরনগর: ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ‘অগ্নিপথ’-এর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখা বহু মানুষ। ‘অগ্নিপথ’ বিক্ষোভের সেই আঁচ এ বার বাংলাতেও। শুক্রবার সকাল থেকেই ঠাকুরনগর, ভাটপাড়া-সহ জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। একাধিক স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীরা। অফিসটাইমে এই বিক্ষোভ, অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির স্বীকার নিত্যযাত্রীরা।
আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করবে টম্যাটো? জানেন কীভাবে?
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্নিপথের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর তিনটি বিভাগে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে, যাদের বয়স ১৭-২১ বছরের মধ্যে। চার বছর হওয়ার পর সব বিভাগের ১০০ শতাংশ সেনার চাকরি চলে যাবে। তারপর তাদের মধ‌্য থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ২৫ শতাংশ সেনাকে পুনরায় নিযুক্ত করবে সরকার। যাঁদের চাকরি থাকবে না, তাঁদের এককালীন ১১ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। তবে এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাদের কোন মাসিক পেনশনও দেওয়া হবে না। ফলে ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা তৈরি হচ্ছে।
advertisement
বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন জেলা সহ বিভিন্ন জায়গার সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীরা। এদিন সকাল থেকে ঠাকুরনগর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেনাবাহিনীতে চাকরি প্রার্থী যুবকেরা। রেল লাইনে শুয়ে রীতিমত ডন বৈঠক দিতে দেখা যায় তাদের। যার জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Local Train Problem|| অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement