অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছরের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশ নেয়। এই বিভাগের ২২ টি স্কুল অংশ নেয়। মোট ৩৫০ জন পড়ুয়া এই বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই বাস্কেটবল শারীর শিক্ষার ওপরে অনেকখানি কাজ করে। একটা পড়ুয়ার পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি করনীয় তা এই স্কুলের পঠন-পাঠনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়, পাশাপাশি শরীরচর্চার যত্ন নিতে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আঞ্চলিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।
advertisement
এ দিনের এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রঞ্জন মিত্র ও কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক, ও স্পোর্টস কমিটির সদস্য। এছাড়া পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব অঞ্চলের সিআইএসই আঞ্চলিক ক্রীড়া সমন্বয়কারী সহ একাধিক ব্যক্তিত্বগণ। বর্তমান সময়ে পড়ুয়ারা মোবাইল নির্ভর, কম্পিউটার নির্ভর জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠছে। হারিয়ে যাচ্ছে খেলাধুলা, আর সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
আরও পড়ুনঃ Sourav Ganguly: ক্রিকেট-ফুটবলের পর মহাচমক সৌরভের! এবার নতুন খেলায় ‘দাদাগিরি’
আগামী দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে খেলাধুলার মাধ্যমে শারীর শিক্ষার মধ্যে দিয়ে পঠন পাঠন দিলে পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে মনে করেন প্রতিযোগিতায় আসা বহু অভিভাবকগন।আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।
সুমন সাহা





