Sourav Ganguly: ক্রিকেট-ফুটবলের পর মহাচমক সৌরভের! এবার নতুন খেলায় 'দাদাগিরি'

Last Updated:
Sourav Ganguly: চমক দেওয়া তাঁর বরাবরের স্বভাব। তা সে ২২ গজে প্লেয়ার-প্রশাসক হিসেবে হোক, আর ফুটবল দলে ইনভেস্ট করা হোক। এবার নিজের জন্মদিনের মাসে আরও এক বড় চমক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
1/5
চমক দেওয়া তাঁর বরাবরের স্বভাব। তা সে ২২ গজে প্লেয়ার-প্রশাসক হিসেবে হোক, আর ফুটবল দলে ইনভেস্ট করা হোক। এবার নিজের জন্মদিনের মাসে আরও এক বড় চমক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
চমক দেওয়া তাঁর বরাবরের স্বভাব। তা সে ২২ গজে প্লেয়ার-প্রশাসক হিসেবে হোক, আর ফুটবল দলে ইনভেস্ট করা হোক। এবার নিজের জন্মদিনের মাসে আরও এক বড় চমক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
2/5
এবার গতির ময়দানে নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিনে ফেললেন আস্ত একটি রেসিং দল। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং দলের মালিকানা কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এবার গতির ময়দানে নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিনে ফেললেন আস্ত একটি রেসিং দল। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং দলের মালিকানা কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/5
ভারতীয় রেসিংয়ে দুটি প্রতিযোগিতা হয়। ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। মোট আট শহরের দল নিয়ে হবে প্রতিযোগিতা। কলকাতা ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমদাবাদ। কলকাতার মালিক সৌরভ।
ভারতীয় রেসিংয়ে দুটি প্রতিযোগিতা হয়। ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। মোট আট শহরের দল নিয়ে হবে প্রতিযোগিতা। কলকাতা ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমদাবাদ। কলকাতার মালিক সৌরভ।
advertisement
4/5
নতুন দল কিনে উচ্ছ্বসিত দাদা। সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছেন,"আমি এই নতুন সফরের আগে রোমাঞ্চিত। মোটরস্পোর্টস বরাবরই আমার নেশা। এই সুযোগ শুধু যে খেলাটার প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে আমাকে সাহায্য করবে তাই নয়, বাংলার মানুষকে খেলাটার প্রতি আকর্ষিত করবে।"
নতুন দল কিনে উচ্ছ্বসিত দাদা। সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছেন,"আমি এই নতুন সফরের আগে রোমাঞ্চিত। মোটরস্পোর্টস বরাবরই আমার নেশা। এই সুযোগ শুধু যে খেলাটার প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে আমাকে সাহায্য করবে তাই নয়, বাংলার মানুষকে খেলাটার প্রতি আকর্ষিত করবে।"
advertisement
5/5
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ক্রীড়া জগতের মহাতারকা এই রেসিং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ায় শুধু বাংলায় নয়, পূর্ব ভারতেই যে এর ফলে মোটর রেসিংয়ের জনপ্রিয়তা বাড়বে, নিশ্চিত আয়োজকেরা। এই দল নিয়ে আগামি দিনে আরও কি চমক দেন সৌরভ, এবার সেটাই দেখার।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ক্রীড়া জগতের মহাতারকা এই রেসিং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ায় শুধু বাংলায় নয়, পূর্ব ভারতেই যে এর ফলে মোটর রেসিংয়ের জনপ্রিয়তা বাড়বে, নিশ্চিত আয়োজকেরা। এই দল নিয়ে আগামি দিনে আরও কি চমক দেন সৌরভ, এবার সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement