ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার হিরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁজিয়াখালি গ্রামে। গ্রামে নিশিত তেওয়ারির বাগানে একটি শুকনো নারকেল গাছে বাসা বেঁধে ছিল লক্ষ্মীপেঁচা। সেখানে প্যাঁচার আসা যাওয়া স্থানীয়দের প্রায়ই নজরে পড়ত। একপ্রকার শুকনো গাছটি ওদের জন্যই কেটে নামানো হয়নি। হঠাৎ এদিন সকালে নিশিত বাবু দেখেন নারকেল গাছটি গোড়া থেকে ভেঙে পড়েছে। ভাঙা সেই গাছের কোঠরে তিনটি লক্ষ্মী পেঁচার ছানা ঝিম মেরে বসে আছে। আর একঝাঁক কাক ও নানা রকম পাখি তাদের ঠোকরাচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঘর-দুয়ার কিচ্ছু নেই, নেই পানীয় জলও! ১৫ দিন পরেও বেলগাছিয়া কাণ্ডের খেসারত দিচ্ছে আমজনতা
এভাবে পড়ে থাকলে ছানাগুলি প্রাণে মারা পড়বে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে বুঝে, যোগাযোগ করেন স্থানীয় পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরার সঙ্গে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দেবাশীষ বাবু। ছানা তিনটি উদ্ধার করে একটি কাগজের বক্সে যত্ন করে রেখে ওই বাগানের একটি গাছের উপর পুনর্বাসনের ব্যবস্থা করেন। যাতে সহজে ওদের মায়ের নজরে আসে ছানাগুলি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে বন্যপ্রাণীরা পাখিরা সুরক্ষিত হবে। এই কাজে সহযোগিতা করেন নিশীত তেওয়ারি অঙ্কুর চক্রবর্তী সহ এলাকার অনেক বাসিন্দা তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
রাকেশ মাইতি





