Howrah News: ঘর-দুয়ার কিচ্ছু নেই, নেই পানীয় জলও! ১৫ দিন পরেও বেলগাছিয়া কাণ্ডের খেসারত দিচ্ছে আমজনতা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
প্রায় ১৫ দিন পার হলেও পানীয় জলের সমস্যা পিছু ছাড়ছে না বেলগাছির মানুষের
হাওড়া: ক্রমশ বাড়ছে গরমের দাবদাহ, সেই সঙ্গে পানীয় জলের সমস্যা প্রকট হচ্ছে এলাকায় এমনটাই অভিযোগ মানুষের। এলাকায় ধসের কারণে পানীয় জল পরিষেবার পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। তারপর হঠাৎ ফাটল। ধস নেমে এলাকায় ফাটলের সৃষ্টি হয়। রাস্তায় চওড়া ফাটল ধস ও ফাটল দেখা দেয় মানুষের ঘরে। জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে হাওড়া পুরসভার বড় এলাকা জুড়ে পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইপলাইন মেরামতির পাশাপাশি ট্যাঙ্কারের মাধ্যমে এলাকায় জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পাইপলাইনের মাধ্যমে অধিকাংশ স্থান জল সরবরাহ করা গেলেও ভাগার সংলগ্ন স্থানে পাইপলাইনে জল পৌঁছয়নি বলে অভিযোগ। যার ফলে পানীয় জল পেতে বেশ কসরত করতে হচ্ছে মানুষকে। অনেকদূর থেকে জল সংগ্রহ করছেন তারা।
advertisement
advertisement
তবে সমস্যা শুরু থেকেই মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। উত্তরপাড়া ও কলকাতা পুরসভা থেকে ট্যাঙ্ক আনিয়ে জল সরবরাহ করা হয়। দিন ১৫ পেরিয়ে গেছে, তারপরেও রয়েছে জলের সমস্যা বলেই অভিযোগ স্থানীয় একাংশের মানুষের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০০ টি পরিবার। ঘর হারিয়ে মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। তাদের মধ্যে অনেকেই জানাচ্ছেন বেশি কষ্টকর পানীয় জলের।এমত অবস্থায় হারিয়েছে মাথার ছাদ, রয়েছে খাবারের কষ্ট। এর মধ্যে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হলে কিছুটা স্বস্তি মিলবে মানুষের এমনটাই আবেদন তাদের। যদিও সমস্যার সমাধানে হাওড়া পুরসভা এবং স্থানীয় বিধায়ক আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ঘর-দুয়ার কিচ্ছু নেই, নেই পানীয় জলও! ১৫ দিন পরেও বেলগাছিয়া কাণ্ডের খেসারত দিচ্ছে আমজনতা
