আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্র না সাপের আড্ডাখানা, বুঝতে অসুবিধায় পড়তে পারেন!
দুষ্কৃতীদের এই ক্রিয়াকলাপের জন্য বার বার হয়রানির শিকার হতে হয়েছে আমজনতাকে। তবে আবারও একই পদ্ধতিতে লুট করতে গিয়ে পর্দা ফাঁস হয়ে গেল একদল দুষ্কৃতীর। পূর্ব রেলের অন ডিউটি বোর্ড লাগানো গাড়ি করে লরি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এই ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ। আটক করা হয়েছে একটি টাটা সুমো গাড়ি। ঘটনাটি ঘটেছে ভোর রাতে গুড়াপ থানার অন্তর্গত ২৩ নম্বর রুটের তেলেকোনা এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে খবর, কয়লা বোঝাই একটি লরি গুড়াপ থেকে ওই রাস্তা ধরে দশঘরা যাচ্ছিল। তেলেকোনা এলাকায় হঠাৎ রেলের বোর্ড লাগানো একটি লাল রঙের টাটা সুমো লরিটির রাস্তা আটকে দাঁড়ায়। টাটা সুমোয় চালক সহ তিনজন ছিল। তারা লরির চালক বিকাশ কুমারের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চায়। পুলিশ নয়, অথচ কাগজপত্র দেখতে চাইছে দেখে সন্দেহ হয় লরি চালকের। এদিকে কাগজ দেখাতে অস্বীকার করায় তাঁকে মারধর করে। বড় কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা দাবি করে। তখন ওই রাস্তা ধরে গুড়াপ থানার টহলদারি গাড়ি যাচ্ছিল। ঘটনা দেখে পুলিশের গাড়িটি দাঁড়িয়ে পড়ে। বিকাশ পুলিশকে ঘটনা জানাতেই সুমো নিয়ে অভিযুক্তরা পালানোর চেষ্ঠা করে। তাড়া করে কিছুটা দূরেই সুমো সহ তিনজনকে আটক করে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ধৃত তিনজনের মধ্যে জয়ন্ত দাস বিশ্বাস ওরফে শুভ’র বয়স বছর ২৯। তিনি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বাসিন্দা। বছর ৩১-এর জন শেখ সইফ আজম ওরফে ছোট্টু’র বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে এবং সুভাস কর্মকারের বাড়ি বর্ধমানের মেমারি এলাকায়। লরি চালকের অভিযোগের ভিত্তিতে ধৃত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
রাহী হালদার