Hooghly News: অঙ্গনওয়াড়ি কেন্দ্র না সাপের আড্ডাখানা, বুঝতে অসুবিধায় পড়তে পারেন!

Last Updated:

এই বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে প্রতিদিন কুড়ি জন ছাত্র-ছাত্রী আসে। সেখানকার অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি

+
একচালা

একচালা ঘরের মধ্যেই চলে অঙ্গনওয়াড়ি সেন্টার

হুগলি: রেল লাইনের পাশে ছোট্ট একখানা একচালা ঘর। সেই একচালা ঘরেই একসঙ্গে চলে পড়াশোনা ও কাঠের জ্বালে রান্না। মাথার টিনের চালটাও ফুটো। নেই শৌচালয়ের সুবিধা। চাঁপদানি নয়াবস্তি এলাকায় এই বেহাল অবস্থাতেই চলছে অঙ্গনওয়ারি কেন্দ্র।
হুগলি জেলার এই বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে প্রতিদিন কুড়ি জন ছাত্র-ছাত্রী আসে। সেখানকার অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষাকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে রান্নাবান্না বা পড়াশোনা করানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ির চারপাশ ভরে উঠেছে বন-জঙ্গলে। যার ফলে সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের ভয় সবসময় থাকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী শ্রাবণী বিশ্বাস বলেন, একটি মাত্র ঘরের মধ্যে হয় অঙ্গনওয়াড়ির রান্না। কাঠের আগুনে রান্না হওয়ার কারণে ধোঁয়ায় সমস্যা হয় পড়ুয়াদের। সেন্টারটিতে কোন‌ও শৌচালয়ের সুবিধা না থাকার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদেরও অসুবিধার সম্মুখীন হতে হয়। অগস্ট মাসে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে বিষধর সাপ দেখতে পাওয়া গিয়েছিল। যার ফলে আতঙ্ক ছড়ায়। কিন্তু সেই আতঙ্কের মধ্যেই প্রতিদিন পড়ুয়ার পড়াশোনা হয়েছে। এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির কর্মী ও অভিভাবকদের একটাই দাবি, দ্রুত কেন্দ্রটি সংস্কারের ব্যবস্থা করা হোক।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: অঙ্গনওয়াড়ি কেন্দ্র না সাপের আড্ডাখানা, বুঝতে অসুবিধায় পড়তে পারেন!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement