Jalpaiguri News: স্টেশনের সেলফি জোনে চন্দ্রযান-৩!

Last Updated:

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর থেকেই তা নিয়ে দেশজুড়ে উন্মাদনা চলছে। সেই গর্বের মুহূর্তকে নানানজন নানানভাবে ধরে রাখার চেষ্টা করছে

+
চন্দ্রযান

চন্দ্রযান ৩ জলপাইগুড়ি বিভিন্ন রেল স্টেশনে 

জলপাইগুড়ি: পুজো মণ্ডপের পর এবার স্টেশনেও সেলফি জোন। সেখানেও রয়েছে থিম। জলপাইগুড়ির টাউন স্টেশনের সেলফি জোনের থিম ইসরোর চন্দ্রযান-৩।
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর থেকেই তা নিয়ে দেশজুড়ে উন্মাদনা চলছে। সেই গর্বের মুহূর্তকে নানানজন নানানভাবে ধরে রাখার চেষ্টা করছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে জলপাইগুড়ি টাউন এবং রোড স্টেশনের সেলফি জোনের থিম’ও চন্দ্রযান-৩ এবং চাঁদ।
advertisement
advertisement
এখন সেলফি তোলা প্রায় উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে। বেড়াতে গেলে তো বটেই, এমনিতেও মোবাইল সামনে নিয়ে যে কোনও জায়গায় নানা ভঙ্গিতে সেলফি তুলতে ব্যস্ত থাকে নতুন প্রজন্ম। তবে শুধু এই প্রজন্ম বললে ভুল হবে, বয়স্করাও আজকাল সেলফির নেশায় মেতেছেন। এবার সেই উন্মাদনাকে কাজে লাগিয়ে রেল বিভাগের মাধ্যমে ভারতের বিজ্ঞান চর্চার সাফল্য তুলে ধরা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই পরিস্থিতিতে জলপাইগুড়ি টাউন ও জলপাইগুড়ি রোড স্টেশনের সেলফি জোনে প্রতিদিন হাজার হাজার রেলযাত্রী নিজেদের সেলফি তুলছেন। রেলকর্তাদের মতে, এর ফলে একদিকে যেমন মানুষ নিজের স্টেশনকে ভালোবাসছে অন্যদিকে তাঁদের মধ্যে বিজ্ঞান চেতনারও প্রসার ঘটছে।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: স্টেশনের সেলফি জোনে চন্দ্রযান-৩!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement