রবিবার রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে ঢুকে এক মহিলা সহ পাঁচ জনের একটি দল রীতিমত তাণ্ডব চালায়। কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর করে বলে অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতে একটি গাড়িতে করে ওই পাঁচজন হাসপাতালের মধ্যে প্রবেশ করে। ওই রাতেই হাসপাতালে ভর্তি থাকা পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীর কাছে জোরাজুরি শুরু করে। এদিকে রোগীর পরিজনদের দেখা করার জন্য হাসপাতাল থেকে একটি লাল কার্ড দেওয়া হয়। সেটিও তাদের কাছে ছিল না বলে জানা গিয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখে জানতে পারে, যে বেডে পরিবারের সদস্য ভর্তি আছে বলে ওই দলটি দাবি করছিল, সেই বেডটি রবিবার রাতে ফাঁকা ছিল। সেখানে কেউ ভর্তি ছিল না।
advertisement
আরও পড়ুন: ৭০০০ চারাগাছ দিয়ে মণ্ডপ! পুজোয় বিরাট চমক উত্তরবঙ্গে
স্বাভাবিকভাবেই কথায় অসংগতি পেয়ে আর তাদের যেতে দেয়নি বনগাঁ মহকুমা হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তারক্ষী। তাতেই ক্ষিপ্ত হয়ে নিরাপত্তারক্ষীকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। পরে পাঁচজনের দলটি থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: মাতৃদুগ্ধের সঙ্গে সরকারি স্কুলের তুলনা! বিরাট আয়োজন শুশুনিয়ায়, পাহাড়ের কোলের পুরো গল্প না জানলে মিস
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন হল- মুর্শিদাবাদের ওয়াসিম রাজা, বনগাঁর সুজন বাড়ুই ও রাজারহাটের আরিফ খান। ধৃতরা কেন হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।