বড়দিনকে কেন্দ্র করে মেতে ওঠেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের শ্রীখন্ড গ্রামে গির্জা রয়েছে। সেখানেও বড়দিন উৎসব উদযাপন করা হয়। আর বড়দিনের আগে এই গির্জা সংলগ্ন কিছুটা এলাকা আকর্ষণীয় ভাবে সেজে উঠছে। স্থানীয়রা নিজেরাই রঙ, তুলির মাধ্যমে সাজিয়ে তুলছেন নিজেদের বসতবাড়ির মাটির দেওয়াল।
আরও পড়ুন: বিনামূল্যে প্রবেশ, জমজমাট নাচ-গান! বর্ধমান শহরে এত দিন চলবে বিরাট উৎসব
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে বুদিন মুর্মু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “বড়দিনের জন্য রঙ করা হচ্ছে, সবাই আসবে দেখবে। বড়দিন তো সবাই জানে। খড়িমাটি সহ আরও বিভিন্ন রঙ দিয়ে আমরা নিজেরাই নকশা করি।” খড়ি মাটি এবং বিভিন্ন রঙ দিয়ে মাটির দেওয়ালে আঁকা হচ্ছে সান্তা ক্লজের ছবি। স্থানীয়রা নিজেরাই এই ছবি আঁকছেন।
আরও পড়ুন: আলু, শাকসব্জি অতীত! এখন এই কারণে বিঘা বিঘা জমিতে ফুল চাষ করছেন চাষিরা
সান্তা ক্লজ ছাড়াও ঘণ্টা, হাতি, ঘোড়া সহ আরও বিভিন্ন ছবি আঁকা হচ্ছে। সাধারণ মাটির বাড়ি বড়দিনের আগে খুবই সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বড়দিনের আগে শ্রীখন্ড গ্রামের গির্জা সংলগ্ন বেশ কিছু বাসিন্দা খুবই আনন্দে রয়েছেন। বড়দিনের দিন নাচ, গান, থেকে শুরু করে কেককাটা সবই করবেন তারা। প্রত্যেকবছর এই দিন তারা আনন্দের সঙ্গেই উদযাপন করেন।
বনোয়ারীলাল চৌধুরী