TRENDING:

East Bardhaman News: বড়দিন মানেই আলাদা আনন্দ, শুধু গির্জা নয়, রঙ তুলিতে সেজে উঠছে এই এলাকাও

Last Updated:

বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের এই গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের এই গ্রাম। বড়দিনের আগে নতুনরূপে সেজে উঠছে বসতবাড়িও। ২৫ ডিসেম্বরের আগে যেন সাজো সাজো রব নির্দিষ্ট গ্রামের এই এলাকায়। সাধারণত যিশু খ্রিস্টের জন্ম স্মরণে ২৫ ডিসেম্বর এই বড়দিন উদযাপিত হয়। উপহার প্রদান, সংগীত চর্চা, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় উপাসনা এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, যিশুর জন্মদৃশ্য, বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী বর্তমান সময়ে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ।
advertisement

বড়দিনকে কেন্দ্র করে মেতে ওঠেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের শ্রীখন্ড গ্রামে গির্জা রয়েছে। সেখানেও বড়দিন উৎসব উদযাপন করা হয়। আর বড়দিনের আগে এই গির্জা সংলগ্ন কিছুটা এলাকা আকর্ষণীয় ভাবে সেজে উঠছে। স্থানীয়রা নিজেরাই রঙ, তুলির মাধ্যমে সাজিয়ে তুলছেন নিজেদের বসতবাড়ির মাটির দেওয়াল।

আরও পড়ুন: বিনামূল্যে প্রবেশ, জমজমাট নাচ-গান! বর্ধমান শহরে এত দিন চলবে বিরাট উৎসব

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এই প্রসঙ্গে বুদিন মুর্মু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “বড়দিনের জন্য রঙ করা হচ্ছে, সবাই আসবে দেখবে। বড়দিন তো সবাই জানে। খড়িমাটি সহ আরও বিভিন্ন রঙ দিয়ে আমরা নিজেরাই নকশা করি।” খড়ি মাটি এবং বিভিন্ন রঙ দিয়ে মাটির দেওয়ালে আঁকা হচ্ছে সান্তা ক্লজের ছবি। স্থানীয়রা নিজেরাই এই ছবি আঁকছেন।

advertisement

আরও পড়ুন: আলু, শাকসব্জি অতীত! এখন এই কারণে বিঘা বিঘা জমিতে ফুল চাষ করছেন চাষিরা

সান্তা ক্লজ ছাড়াও ঘণ্টা, হাতি, ঘোড়া সহ আরও বিভিন্ন ছবি আঁকা হচ্ছে। সাধারণ মাটির বাড়ি বড়দিনের আগে খুবই সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বড়দিনের আগে শ্রীখন্ড গ্রামের গির্জা সংলগ্ন বেশ কিছু বাসিন্দা খুবই আনন্দে রয়েছেন। বড়দিনের দিন নাচ, গান, থেকে শুরু করে কেককাটা সবই করবেন তারা। প্রত্যেকবছর এই দিন তারা আনন্দের সঙ্গেই উদযাপন করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বড়দিন মানেই আলাদা আনন্দ, শুধু গির্জা নয়, রঙ তুলিতে সেজে উঠছে এই এলাকাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল