নদিয়ার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকার ইতিমধ্যে ম্যাথামেটিক্স এ অনার্স পেয়ে পাস করেও তিনি ছোট বেলার নেশাকে পেশা হিসাবে নিয়ে নিয়েছে। ছোট ছোট মাটির মূর্তি করাতেই মনোনিবেশ তার। তাই সামনেই গনেশ চতুর্থী উপলক্ষে ছোট গনেশ তৈরি করছেন যা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর রীতিমতো ভাইরাল এখন।
আরও পড়ুন: সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা…,আপনিও কি করছেন
advertisement
অনিরুদ্ধর কাজ থেমে থাকেনি, এরপর আরও ছোট ছোট মূর্তির কাজ করছে। তবে তার কাজের একটা বৈশিষ্ট রয়েছে। ছোট মূর্তি গুলি সবই আলাদা আলাদা ভাবে করেন তিনি, একটা মূর্তি তৈরি করে সেটার অনুকরণ করে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাঁচে ফেলে একাধিক মূর্তি গড়েন না। ইতমধ্যে দেশের বিভিন্ন জায়গায় তার কাজের প্রশংসা পেয়েছেন। বিদেশেও তার কাজ দেখে তাকে অর্ডার দিতে শুরু করেছে।
আরও পড়ুন: দুর্গাপুজোর আর বাকি মাত্র…তমলুকের মাঝেই মাথা উঁচিয়ে মিশরের পিরামিড, নীল নদ! বড় চমক দিচ
তবে তার রয়েছে গণেশের প্রতি দুর্বলতা, তাই নানা ধরণের গনেশ তৈরি করে প্রচারে যেমন আসছেন, তেমনই মুম্বাইতে তার এই গনেশ মূর্তি কাজ যদি প্রশংসা পায় এখন সেটাই লক্ষ্য তার। ছোট মূর্তির পাশাপাশি এই বছর প্রথম বড় দুর্গা প্রতিমা তৈরি করতে চলেছেন তিনি, যা কিছুটা নতুনত্ব এবং একটু অন্যধরণের কাজ করার সুযোগ পাবে বলে মনে করছেন এই নবাগত শিল্পী অনিরুদ্ধ।