উলুবেরিয়া পাঁচলা ডোমজুড় সাঁকরাইল আমতা সহ বিভিন্ন ব্লকে ক্রমশ ইন্ডাস্ট্রি আধিপত্য বেড়েই চলেছে। বহু স্থানে কলকারখানা বাড়তে বাড়তে জনবসতি এলাকায় প্রবেশ করেছে। এমনই ঘটনা সাঁকরাইল আলামপুর গড়মির্জাপুরে। গ্রামের ঘন জনবসতি এলাকার গা ঘেঁষে রয়েছে ইন্ডাস্ট্রি। কারখানা ও জনবসতি মধ্যে রয়েছে পাঁচ-দশ ইঞ্চি দেওয়ালের ব্যবধান।
আরও পড়ুন: বাংলার গর্ব! উলুবেড়িয়া কলেজের মাথায় নতুন পালক, দেশের মঞ্চে বড় পুরস্কার জয়
advertisement
আন্দুল রোড লাগোয়া কলকারখানার পাশেই জনবসতি। থার্মোকল কারখানা মানুষের ত্রাস। মাঝেমধ্যেই অগ্নি সংযোগের ঘটনা। ঘটনার জেরে স্থানীয় মানুষ আতঙ্কিত। এবার দিনে দুপুরে আগুন লেগে প্রাণহানির মত ঘটনা আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে মানুষের। অভিযোগ যেকোন সময়ে আগুন লাগার আশঙ্কা থাকে থার্মোকল কারখানায়। মাঝেমধ্যেই আগুন লাগার ঘটনা। একবার আগুন লাগা মানেই, মুহূর্তে আগুন কারখানা গ্রাস করে। এখান থেকেই যে কোন মুহূর্তে আগুন জনবহুল এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে প্রশাসনের ভূমিকাতেও ধুব্ধ স্থানীয় মানুষ। তবে এই ঘটনার পর মারশিলা গ্রাম পঞ্চায়েত প্রধান গোরাই খাঁন। সমস্যার সমাধানের কথা জানিয়েছেন।
রাকেশ মাইতি