Uluberia College: বাংলার গর্ব! উলুবেড়িয়া কলেজের মাথায় নতুন পালক, দেশের মঞ্চে বড় পুরস্কার জয়
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে উদ্যোগপতি হওয়ার মনোভাব গড়ে তোলা ও তাঁদের সৃজনী শক্তির বিকাশে উৎসাহিত করার বিষয়ে উদ্যোগী কলেজ হিসাবে উলুবেড়িয়া কলেজের এই সম্মান লাভ
হাওড়া: দেশের সেরা ২০ কলেজের তালিকায় উলুবেড়িয়া কলেজ। বাংলার একমাত্র কলেজ উলুবেড়িয়া কলেজের মুকুটে নয়া পালক। ‘এনট্রপ্রনরশিপ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড'( Entrepreneurship Catalyst Award)-এ ভূষিত উলুবেড়িয়া কলেজ। দিল্লি আইআইটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উলুবেড়িয়া কলেজের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।
লেখাপড়ার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে উদ্যোগপতি হওয়ার মনোভাব গড়ে তোলা ও তাঁদের সৃজনী শক্তির বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকারের ‘ম্যানেজমেন্ট এনট্রপ্রনরশিপ অব প্রফেশনাল স্কিল কাউন্সিল’, দিল্লি আইআইটি ও থিঙ্ক নামক একটি সংস্থার সমবেত উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয়েছিল ‘এসবিআই কলেজ ইয়ুথ আইডিয়াথন-২০২৫’। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উলুবেড়িয়া কলেজ। সেখান থেকেই সেরা ২০টি কলেজকে সম্মান জ্ঞাপন করা হয়। তার মধ্যে উলুবেড়িয়া কলেজ স্থান পায়।
advertisement
advertisement
উলুবেড়িয়া কলেজ থেকে প্রতিযোগিতায় মোট দশটি প্রোজেক্ট পাঠায়। তার মধ্যে রয়েছে অব্যবহৃত বাড়ির ছাদে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সবজি চাষ, বহনযোগ্য পানীয় জল পরীক্ষা যন্ত্র, এআই ব্যবহার করে ফ্রিজে থাকা আনাজ দিয়ে সম্ভাব্য রেসিপি তৈরির অ্যাপের মতো নানা অভিনব প্রোজেক্ট। কলেজের ১০ টি প্রজেক্টে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডঃ প্রদীপ মণ্ডল।
advertisement
নির্বাচিত প্রোজেক্টে অংশগ্রহণকারী মেন্টর এবং ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব সহকারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে উলুবেড়িয়া কলেজ।
তারই ফলস্বরূপ এবার দিল্লিতে অনুষ্ঠিত হওয়া একটি সর্বভারতীয় ব্যাপী প্রতিযোগিতায় পুরস্কার জয়। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস পাল জানান , কলেজের এহেন সম্মান প্রাপ্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত কলেজের অধ্যক্ষ, অধ্যাপক থেকে শুরু করে পড়ুয়া-প্রাক্তন পড়ুয়ারা উলুবেড়িয়ার মানুষ।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 9:10 PM IST