আরও পড়ুন: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল
বিচারসভায় দেখা মিলছে চিত্রগুপ্ত, যমরাজের মতো চরিত্রদের। রয়েছে চিত্রগুপ্তের সেই বিশেষ খাতা, যেখানে হিসেব রাখা হয় সমস্ত দোষ-গুণের। আর তা মিলিয়ে বিচার করেই শাস্তি মেলে যমরাজের দরবারে। কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এটি। এই পুজোর উদ্বোধন করেছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখানে প্রতিমাতেও বিশেষত্ব আছে। এই থিম দর্শকদের পছন্দ হয়েছে। তা বিচারকদেরও মন ছুঁয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশা। মৃত্যুর পর যমরাজের দরবারে কেমনভাবে বিচার হয় তা জানতে আপনিও এখানে আসতে পারেন।
রুদ্রনারায়ণ রায়