Birbhum News: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ও ঝাড়খণ্ডের বহু রোগী রামপুরহাট মেডিকেল কলেজে প্রতিদিন চিকিৎসার জন্য আসেন। বর্তমানে হাসপাতালের পরিকাঠামোগত অভাব থাকার ফলে অনেক রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ কিংবা কলকাতায় স্থানান্তরিত করতে হয়
বীরভূম: এবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হতে চলেছে আধুনিকমানের ১০ তলা ওপিডি বিল্ডিং। কয়েক কোটি টাকা খরচ করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে তৈরি করা হচ্ছে এই বিল্ডিং। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিল্ডিং তৈরির জন্য টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। এর ফলে মেডিকেল চিকিৎসা পরিষেবা আরও উন্নত থেকে উন্নততর হবে বলে মনে করা হচ্ছে।
বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ও ঝাড়খণ্ডের বহু রোগী রামপুরহাট মেডিকেল কলেজে প্রতিদিন চিকিৎসার জন্য আসেন। বর্তমানে হাসপাতালের পরিকাঠামোগত অভাব থাকার ফলে অনেক রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ কিংবা কলকাতায় স্থানান্তরিত করতে হয়। যার জন্য গরিব রোগীদের পরিবার আর্থিক সমস্যার মধ্যে পড়েন।
advertisement
advertisement
প্রসঙ্গত ২০১৩ সালের ৩১ মার্চ রামপুরহাট মহকুমা হাসপাতালকে স্বাস্থ্য জেলা হাসপাতাল হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৪ সালে এই হাসপাতাল ক্যাম্পাসেই সুপার স্পেশালিটি হাসপাতালগড়ে তোলা হয়েছে। আর স্পেশালিটি হাসপাতালগড়ে তোলার পরই একের পর এক উন্নত পরিষেবা নিয়ে এসেছে রামপুরহাট হাসপাতাল।
আরও খবর পড়তে ফলো করুন:
advertisement
এছাড়াও হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে মা ও শিশুদের জন্য পৃথক বিভাগ চালু হয়েছে। নিচের তলায় রয়েছে সিসিইউ ইউনিট। এছাড়াও এই হাসপাতালে আছে এসএনসিইউ বিভাগ। ২০১৯ সালের ওই বিল্ডিংয়েই পথ চলা শুরু করেছে মেডিকেল কলেজ হাসপাতাল। রামপুরহাট মেডিকেলের ১০ তলা ওপিডি বিল্ডিং তৈরি হলে আরও উন্নত মানের পরিষেবা মিলবে।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল