Bankura News: চোখ ধাঁধানো উজ্জ্বল বাসনে খাওয়ার শখ? এই গ্রামে এলেই ইচ্ছে পূরণ

Last Updated:

বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামের কাঁসা শিল্প জগৎবিখ্যাত। এই গ্রামের কারিগরদের পূর্বপুরুষের আমল থেকেই হয়ে আসছে কাঁসার থালা বানানোর কাজ

+
title=

বাঁকুড়া: ঝকঝকে কাঁসার থালায় ভাত খাওয়ার একটা রাজকীয় আনন্দ আছে। তবে কাঁসার থালা যতটা উজ্জ্বল ঠিক ততটাই কঠিন এই থালা বানানো। কানা নিচু থালা, আবার কানা উঁচু থালা মিলবে। ভাত খাওয়ার থালা, মুড়ি খাওয়ার থালা, সব রকমের থালা পেয়ে যাবেন এখানে।
বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামের কাঁসা শিল্প জগৎবিখ্যাত। এই গ্রামের কারিগরদের পূর্বপুরুষের আমল থেকেই হয়ে আসছে কাঁসার থালা বানানোর কাজ। প্রথমে চুল্লিতে গলিয়ে নেওয়া হয় কাঁসা। তারপর অর্ধ গোলাকৃতি আকারের কাঁসার টুকরোগুলিকে হাতুড়ি দিয়ে ঠুকে কিংবা মেশিনে চাপ দিয়ে থালার আকার দেওয়া হয়। তারপর সেই ঘোলাটে থালাটি পালিশ করার মেশিনে রেখে কুড়ে কুড়ে আনা হয় চোখ ধাঁধানো উজ্জ্বলতা।
advertisement
advertisement
কয়েক বছর আগে পর্যন্ত কাঁসার দাম তুলনামূলকভাবে কমছিল। তখন রমরমা ছিল কাঁসার বাজারের। তারপর মূল্যবৃদ্ধির জন্য কাঁসার দাম বেড়ে যায়। ধীরে ধীরে কাঁসার বাসন থেকে দূরে সরতে থাকে মানুষ। অন্নপ্রাশন এবং অনুষ্ঠানে উপহার দেওয়া ছাড়া কাঁসার বাসনের চাহিদা কমেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে নবদ্বীপে যায় অধিকাংশ কাঁসার বাসন। তারপর মহাজনরা সেখান থেকে ডিস্ট্রিবিউট করেন বাসনগুলি। বাঁকুড়ার ঐতিহ্যবাহী কেঞ্জাকুড়া গ্রামে এখনও কাঁসা শিল্প জীবিত রয়েছে পুরোদমে। ভাল গুণগত মানের কাঁসার বাসন পেয়ে যাবেন এখানে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
বাঁকুড়ার কেঞ্জাকুড়ার আর‌ও একটি বিখ্যাত জিনিস হল এখানকার অতিকায় জিলিপি। এই গ্রাম বিখ্যাত মুড়ির মেলা এবং কাঁসা শিল্পের জন্যও। শীতে বউ মানুষ এই গ্রামে ঘুরতে আসেন। বাঁকুড়া শহর থেকে সর্পিল এবং গাছ গাছালিতে ঘেরা রাস্তা অনুসরণ করে যদি কেঞ্জাকুড়া আসেন তবে নিজে যাচাই করে কিনতে পারবেন সর্বোচ্চ মানের কাঁসার বাসন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: চোখ ধাঁধানো উজ্জ্বল বাসনে খাওয়ার শখ? এই গ্রামে এলেই ইচ্ছে পূরণ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement