ঘটনাটি ঘটেছে বুধবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায়। মদ্যপ টোটো চালক ও তার গাড়িকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ অফিসার চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে নটা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ লক্ষ্য করেন, একটি টোটো অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছে। তিনি টোটোটিকে থামার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
advertisement
আরও পড়ুন- দিলীপের সঙ্গে একই মঞ্চে CPIM-এর তন্ময় ভট্টাচার্য! স্পষ্ট হল আরও, BJP-তে যোগ দেবেন তন্ময়?
পরিস্থিতি সামাল দিতে সেই ট্রাফিক পুলিশ কর্মী টোটোর পিছু ধাওয়া করে টোটোর ভেতরে উঠে পড়েন। টোটোটি যখন চুঁচুড়া থানার সামনে আসে, তখন ট্রাফিক পুলিশ চালককে থামতে বলেন। কিন্তু চালক উল্টো গতি বাড়াতে থাকে। এক প্রকার পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করে ওই টোটো চালক।
ট্রাফিক পুলিশ বারবার গাড়ি থামাতে বললেও চালক বেপরোয়া গতিতে চালিয়ে যেতে থাকে। অবশেষে থানার থেকে কিছুটা দূরে, অটো স্ট্যান্ডের কাছে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাফিক পুলিশ কর্মী-সহ চালকও আহত হন। আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং পুলিশ কর্মীকে দ্রুত চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ টোটো চালককে আটক করেছে এবং টোটোটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এএসআই নিত্যগোপাল ঘোষ বলেন, ঘড়ির মোড়ে ডিউটি করছিলাম। মদ্যপ অবস্থায় এক টোটো চালক এসে আমাকে ধাক্কা মারে। আমি তাকে দাঁড়াতে বলি, সে না দাঁড়িয়ে আমাকে ধাক্কা মারে। এর পর আমি রাস্তার উপরে পড়ে যাই। আমার বাঁ হাতের কব্জি থেকে আঙ্গুল পর্যন্ত ক্ষত হয়। থানায় অভিযোগ দায়ের করেছি।
আরও পড়ুন- কমে যাবে হাওড়া স্টেশনের ভিড়,হবে না ঠেলাঠেলি,আপনাদের স্বস্তির জন্য বড় ভাবনাচিন্তা রেলের!
টোটোর দৌরাত্ম্যে সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে থাকে। এবার সেই দৌরাত্ম্যের শিকার হলেন এক ট্রাফিক পুলিশ।
রাহী হালদার