Tanmoy Bhattacharya: দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে CPIM-এর তন্ময় ভট্টাচার্য! স্পষ্ট হল আরও, বিজেপিতে যোগ দেবেন তন্ময়?

Last Updated:

Tanmoy Bhattacharya: বৃহস্পতিবার ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন, কখনও তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন, আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন, দিলীপ ঘোষ কিপিং করছে।

একমঞ্চে!
একমঞ্চে!
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: এবার এক মঞ্চে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে।
বৃহস্পতিবার ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন, কখনও তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন, আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন, দিলীপ ঘোষ কিপিং করছে। তবে এদিন দু’জন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন।
advertisement
advertisement
এদিন দিলীপ ঘোষ বলেন, ”পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে।” এক কথায় বিভিন্ন ভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের কেউই আসেনি।
মাস কয়েক আগেই একটি কেলেঙ্কারিতে নাম জড়ায় প্রবীণ বাম নেতা তন্ময় ভট্টাচার্যের। এক তরুণী সাংবাদিককে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন সেই তরুণী। পরবর্তীতে থানায় তন্ময়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি।
advertisement
তার ভিত্তিতে তদন্ত শুরু করে বরাহনগর থানার পুলিশ। তরুণীর বয়ান নেওয়া হয়। তন্ময়কেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। অন্যদিকে, ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে তন্ময়কে ছ’মাসের জন্য সাসপেন্ড করে সিপিআই(এম)। যদিও তন্ময় নিজে তাঁর বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ অস্বীকারই করে এসেছেন। এরই মধ্যে কলকাতা বইমেলায় বিজেপির স্টলে দেখা যায় তন্ময়কে। তারপর এদিন দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tanmoy Bhattacharya: দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে CPIM-এর তন্ময় ভট্টাচার্য! স্পষ্ট হল আরও, বিজেপিতে যোগ দেবেন তন্ময়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement