TRENDING:

Bankura News: সাত বছর গ্রামে ঢোকেনি পুলিশ! গল্পটা কি?

Last Updated:

সাত বছরের বেশি সময়ের ইতিহাসে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই গ্রামগুলিতে। কোনও ব্যক্তি কারও উপর কোনও অভিযোগের আঙ্গুল তুলে থানায় আসেননি, হয়নি কোনও মামলা-মোকদ্দমা। অশান্তির কারণে ঐ গ্রামগুলিতে যেতে হয়নি পুলিশকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: সাত বছর পুলিশ ঢোকেনি এই গ্রাম গুলিতে। ভাব যায়? প্রায় সাত বছর! রাম রাজত্বেও বোধহয় এত শৃঙ্খলা বজায় রাখা কঠিন হত। বাঁকুড়ার এই শান্তি প্রিয় গ্রামগুলিকে চিহ্নিত করেছে বাঁকুড়া জেলা পুলিশ। বছরের প্রতিটি দিন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা গ্রামবাসীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শান্তি ও শৃঙ্খলা অটুট রেখে কীভাবে অনুষ্ঠানের দিনগুলিতে আনন্দ করা যায় ও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় তার নজির তৈরি করেছে গ্রামগুলি।
পুলিশের বিশেষ পুরষ্কার শান্তি গ্রামকে
পুলিশের বিশেষ পুরষ্কার শান্তি গ্রামকে
advertisement

বিগত সাত বছরের বেশি সময়ের ইতিহাসে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই গ্রামগুলিতে। কোনও ব্যক্তি কারও উপর কোনও অভিযোগের আঙ্গুল তুলে থানায় আসেননি, হয়নি কোনও মামলা-মোকদ্দমা। অশান্তির কারণে ঐ গ্রামগুলিতে যেতে হয়নি পুলিশকে। বাঁকুড়ার এরকমই পাঁচটি গ্রামকে চিহ্নিত করে \”শান্তিগ্রাম\” পুরস্কারে ভূষিত করল বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত পাত্রসায়ের থানার অধীনে গ্যারলডাঙ্গা, জ্বলজ্বলা, বাংলারডাঙ্গা, সৈয়দপুর এবং ভেটিয়া গ্রাম। এই পাঁচ গ্রামে বিগত সাত বছরের অধিক সময় ধরে বজায় রয়েছে শান্তি এবং শৃঙ্খলা। প্রয়োজন পড়েনি কোনও রকমের পুলিশি পদক্ষেপের।

advertisement

আরও পড়ুন: যোগাসনে বাঁকুড়ার গর্ব সাত্ত্বিক, ফের ঘরে এল সোনা

গ্রামবাসীদের একনিষ্ঠ প্রচেষ্টায় শান্তিকেই পাথেয় করে জীবন ধারণ করছেন এই গ্রামের গ্রামবাসীরা। এই পাঁচটি গ্রামকে শান্তিগ্রাম সম্মান দিল জেলা পুলিশ। পাত্রসায়ের থানার অন্তর্গত এই পাঁচটি গ্রামের হাতে \”শান্তিগ্রাম\” পুরস্কার তুলে দেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। বিশেষ সম্মান পেয়ে গ্রামবাসীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত ছিল। এ যেন দীর্ঘ সাত বছরের আত্ম সংযমের বহিঃপ্রকাশ। বাঁকুড়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই পাঁচটি গ্রাম বাঁকুড়া জেলার জন্য উদাহরণস্বরূপ কাজ করবে।

advertisement

View More

আরও পড়ুন: এবার গ্রামের মহিলারাও করবে রোজগার, তাও আবার কোনও বিনিয়োগ ছাড়াই

দিন দিন বেড়েই চলেছে উৎশৃঙ্খলতা এবং অন্যায়। প্রায় প্রতিদিন এই খবরের শিরোনামে আমরা দেখতে পাই তার উদাহরণ। দিকে দিকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দৌড়াতে হয় পুলিশকে। অপরদিকে প্রান্তিক জেলা বাঁকুড়ার পাঁচটি শান্তিপ্রিয় গ্রাম অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সাত বছর গ্রামে ঢোকেনি পুলিশ! গল্পটা কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল