Bankura News: এবার গ্রামের মহিলারাও করবে রোজগার, তাও আবার কোনও বিনিয়োগ ছাড়াই

Last Updated:

প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হতে হবে নির্দিষ্ট প্রশিক্ষণ শিবিরে। সেখানেই ফর্ম ফিলাপের মাধ্যমে বেছে নিতে হবে নিজের কোর্স।

+
শিবিরে

শিবিরে শেখানো সেলাই এর কাজ

বাঁকুড়া: মহিলাদের স্বনির্ভর করতে উৎকর্ষ বাংলার বিশেষ প্রশিক্ষণ শিবির। ৩৬ জন প্রান্তিক মহিলার একযোগে চলছে স্বনির্ভরতার পাঠ বাঁকুড়ার ইন্দাসে। গৃহবধূ থেকে ছাত্রী সকলেই যোগ দিচ্ছেন এই শিবিরে।
পশ্চিমবঙ্গ সরকার এর উৎকর্ষ বাংলার অধীনস্থ পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের অধীনে একটি সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে। এই প্রশিক্ষণ শিবিরে কাজ শিখছেন প্রায় ৩৬ জন মহিলা। এছাড়াও রয়েছে মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান এবং ঘরকন্না ও রান্নাবান্নার কোর্স। ২০১৬ সালে শুরু হয় এই কারিগরি, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন স্কিম।
advertisement
advertisement
১৮ বছরের উপরে যেকোনও আগ্রহী মহিলা এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে শিখতে পারছেন সেলাই। প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে গেলে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হতে হবে নির্দিষ্ট প্রশিক্ষণ শিবিরে। সেখানেই ফর্ম ফিলাপের মাধ্যমে বেছে নিতে হবে নিজের কোর্স। মহিলারা যাতে স্বনির্ভরতার আলো দেখতে পায় সেই কারণেই দক্ষতা উন্নয়নের মাধ্যমে উপার্জনের রাস্তা দেখাতে সরকারের এই উদ্যোগ। গৃহবধূ সঞ্চিতা গড়াইও শিখছেন সেলাই। তিনি জানান যে অন্য কাজ শিখতে গেলে টাকা খরচ করতে হত বলে তিনি এখানে সেলাই শিখতে এসেছেন। ইন্দাস ব্লকের উৎকর্ষ বাংলার এই সেলাই প্রশিক্ষণ শিবিরের শিক্ষিকা অর্পিতা কোনার জানান, \”আমার অধীনে ৩৬ জন মহিলা সেলাই শিখছেন এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে।\” কর্মই ধর্ম! কোন কাজই ছোট নয়।
advertisement
যে কোনও কাজ শিখে অর্থ উপার্জনের মধ্যে রয়েছে স্বাধীনতার ছোঁয়া। সেই স্বাধীনতার স্বাদ পেতে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে মুখিয়ে রয়েছে বাঁকুড়ার মহিলারা। বাঁকুড়ার মত একটি প্রান্তিক জেলায় এধরণের প্রশিক্ষণ আগামীদিনে মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে পারবে বলে আশা করছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: এবার গ্রামের মহিলারাও করবে রোজগার, তাও আবার কোনও বিনিয়োগ ছাড়াই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement