Bankura News: ডাক্তারি পড়ার ফাঁকে মডেলিং, বাংলায় স্নাতকও হাঁটছেন একই পথে
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পড়াশোনার ফাঁকে মডেলিং করে স্বনির্ভর হয়ে উঠছেন দুই ছাত্রী। তাঁদের দিকে অনুপ্রাণিত হচ্ছে জেলার বাকি মেয়েরা
বাঁকুড়া: একজন পড়ছেন ডাক্তারি আর একজন ইতিমধ্যেই বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। কিন্তু শিক্ষাজগতের বাইরেও বাঁকুড়ার এই তুই তরুণী শখ হিসেবে বেছে নিয়েছে মডেলিং ও অভিনয়কে। এর ফলে আলোচনায় উঠে এসেছেন দূর্বাশ্রী ঘোষাল ও পায়েল দাস।
সাজ গোজ করতে সাধারণত মেয়েরা ভালোবাসে। কিন্তু সাজগোজ করার মাধ্যমেই যে আসতে পারে অর্থ টা গ্রামাঞ্চলের অনেকেই আজও জানেন না। কিন্তু সেই পথে পা বাড়িয়েই বাংলা অনার্সের ছাত্রী বাঁকুড়ার বাসিন্দা দূর্বাশ্রী ঘোষাল হয়ে উঠেছেন পেশাদার মডেল। তিনি জানান, প্রথমে অভিনয় শিক্ষার একটি কোর্স করেছিলেন। পরে সুযোগ পেয়ে মডেলিংয়ে চলে আসেন।
advertisement
advertisement
অপরদিকে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পায়েল দাস। পেশা নয়, কিছুটা শখেই তিনি শুরু করেছেন মডেলিং। কাজ এবং পড়াশুনার ফাঁকে যেটুকু সময় পান তার অধিকাংশই দিয়ে থাকেন ব্রাইডাল মডেলিংয়ে।
এভাবেই বাঁকুড়ার দূর্বাশ্রী ও পায়েল দু’জনেই মডেলিং জগতে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। হয়ে উঠেছেন স্বনির্ভর। আর তাঁদের দেখে অনুপ্রাণিত হচ্ছে জেলার বাকি মেয়েরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 07, 2023 7:59 PM IST






