TRENDING:

Schools: শূন‍্য স্কুল, ফাঁকা ঘর, শিক্ষক আছে, নেই ছাত্র...বন্ধ হওয়ার উপক্রম! কেন এত ছাত্রাভাব?

Last Updated:

আশ্চর্যজনকভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনার ২০ টি স্কুলের ছাত্রসংখ্যা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই স্কুলগুলির ছাত্র-ছাত্রীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আশ্চর্যজনকভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনার ২০ টি স্কুলের ছাত্রসংখ্যা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই স্কুলগুলির ছাত্র-ছাত্রীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে শুরু হয়েছে পর্যালোচনা। দেখা গিয়েছে স্কুলভবন আছে। আছেন একাধিক শিক্ষকও। কিন্তু নেই পড়ুয়া। শিক্ষকরা অপেক্ষা করেন পড়ুয়াদের জন্য।
advertisement

কিন্তু অনেকদিন একজন পড়ুয়াও আসে না। অনেক স্কুলে এবার মেরেকেটে ২ থেকে ৫ জন পড়ুয়া হাজির।গত দু’‌বছর ধরে পড়ুয়ার অভাবে ধুঁকছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রাথমিক বিদ্যালয়। সরকারি হিসেবে জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম।

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

advertisement

এই ছবি জেলার শহরতলি সোনারপুর, বারুইপুর, ফলতা থেকে প্রত্যন্ত কুলপি, কাকদ্বীপেও। কিন্তু বাস্তবে সংখ্যাটা অনেক বেশী বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। জানুয়ারি মাসে শুরু হবে নতুন সেশন। কিন্তু তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়।

View More

আরও পড়ুন: ৪৫ ভাষায় ৫০ হাজার গান! রবীন্দ্রসঙ্গীত দিয়ে হাতেখড়ি, ৪ সন্তানের বাবাকে বিয়ে, চিনতে পারছেন বিখ‍্যাত গায়িকাকে?

advertisement

তবে স্কুল বন্ধের কথা সরাসরি স্বীকার করেননি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তিনি জানিয়েছেন, ২০টি স্কুলে পড়ুয়ার সংখ্যা খুবই কম। এই স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির জন্য ভিইসি কমিটি ও শিক্ষকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রথমে এই স্কুলগুলিতে ছাত্র-ছাত্রী সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা দেখা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Schools: শূন‍্য স্কুল, ফাঁকা ঘর, শিক্ষক আছে, নেই ছাত্র...বন্ধ হওয়ার উপক্রম! কেন এত ছাত্রাভাব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল