কিন্তু অনেকদিন একজন পড়ুয়াও আসে না। অনেক স্কুলে এবার মেরেকেটে ২ থেকে ৫ জন পড়ুয়া হাজির।গত দু’বছর ধরে পড়ুয়ার অভাবে ধুঁকছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রাথমিক বিদ্যালয়। সরকারি হিসেবে জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম।
advertisement
এই ছবি জেলার শহরতলি সোনারপুর, বারুইপুর, ফলতা থেকে প্রত্যন্ত কুলপি, কাকদ্বীপেও। কিন্তু বাস্তবে সংখ্যাটা অনেক বেশী বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। জানুয়ারি মাসে শুরু হবে নতুন সেশন। কিন্তু তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়।
তবে স্কুল বন্ধের কথা সরাসরি স্বীকার করেননি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তিনি জানিয়েছেন, ২০টি স্কুলে পড়ুয়ার সংখ্যা খুবই কম। এই স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির জন্য ভিইসি কমিটি ও শিক্ষকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রথমে এই স্কুলগুলিতে ছাত্র-ছাত্রী সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা দেখা হবে।
নবাব মল্লিক