Famous Singer: ৪৫ ভাষায় ৫০ হাজার গান! রবীন্দ্রসঙ্গীত দিয়ে হাতেখড়ি, ৪ সন্তানের বাবাকে বিয়ে, চিনতে পারছেন বিখ্যাত গায়িকাকে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Famous Singer Life Story: হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি-সহ ৪৫টি ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন বলিউডের এই বিখ্যাত গায়িকা। বাঙালি নন, তবু দিব্যি বাংলা বলতে পারেন। বাংলা ভাষা এবং বাংলা গানের প্রতি তাঁর ভালবাসাও সুবিদিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১৯৯৯ সালে ১১ নভেম্বর বিখ্যাত বেহালাবাদক এবং সুরকার সুব্রহ্মণ্য লক্ষ্মীনারায়ণকে বিয়ে করেন। কবিতা কখনওই বিয়ের কথা ভাবেননি, তাঁর বিশ্বাস ছিল, চিরকাল ব্যাচেলর থাকবেন। কিন্তু শ্রী সত্য সাঁই বাবা তাঁকে বলেছিলেন, ‘‘তোমার সঙ্গীতের কারণেই তোমার সঙ্গে কারও দেখা হবে এবং তুমি বিয়ে করবে। আর কোনও প্রশ্ন নেই।’’
advertisement
advertisement
advertisement
কবিতা জানিয়েছিলেন, গত ৩০-৩৫ বছর ধরে ব্রঙ্কিয়াল সর্দি এবং সাইনাসের সমস্যায় ভুগছেন। তিনি বললেন, ‘‘আমার সাইনাসের সমস্যা আছে... কখনও কখনও, আমি এমনকি হাঁপানিতেও ভুগছি, কিন্তু তা বলে কখনওই গান গাওয়া ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। এটি এমন একটি যুদ্ধ যা অনেকবার লড়েছি। প্রতিবারই জিতেছি এবং এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’’