ইউনেস্কোর দেওয়া বিশেষ তকমাকে নিয়ে যে ফলক বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরে, অবশেষ তার অবসান করতে আসরে নামল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফলকে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখা যেতে পারে। তবে এই বিষয়ে একটি ছ’জনের কমিটি গঠন করা হয়েছে তারাই ঠিক করবেন ফলকে কি লেখা থাকবে। এছাড়াও বাংলা, হিন্দি ও ইংরাজিতে ফলকের লেখাগুলো রাখার কথা বলা হয়েছে বলে বিশ্বভারতীসূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: এ বারে শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলি হতেই বড় পদক্ষেপের ইঙ্গিত
অন্যদিকে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ‘পূর্বিতা’ বাসভবনে থাকতে পারবেন বলেও জানানো হয়েছে।। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় কুমার মল্লিক। দায়িত্বভার পাওয়ার পরই সঞ্জয় কুমার মল্লিক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বৈঠকে যোগদান করেন। বৈঠক শেষে শান্তিনিকেতনে ফিরেই বেশ কিছু সিদ্ধান্ত সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তি দেন তিনি।
আরও পড়ুন: রাজনৈতিক দেওয়াল লিখন মানা বীরভূমের এই গ্রামে
ফলকের লেখা সম্পর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তা শীঘ্রই কার্যকর করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। অন্যদিকে প্রাক্তন উপাচার্যের মেয়াদ শেষের পরেও ‘পূর্বিতা” বাসভবনে থাকার বিষয়টিও নির্ধারিত তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
সৌভিক রায়