Birbhum News: রাজনৈতিক দেওয়াল লিখন মানা বীরভূমের এই গ্রামে
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
মাত্র দু মাসের মধ্যে তাদের এই কারুকার্য আঁকা সম্পূর্ণ হয়। এরপর এই কারুকার্য তাদের বাড়িতে করা থাকে মাত্র ছ'মাস।
বীরভূম: এই গ্রামের যেখানেই যাবেন, কোনও রাজনৈতিক দেওয়াল লিখন বা বিজ্ঞাপণ দেখতে পাবেন না। কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক দেওয়াল লিখন। তবে এই নিষেধাজ্ঞা কোনও আইন করে নয়, সম্পূর্ণভাবে গ্রামবাসিদের নিজেদের সিদ্ধান্ত। উল্টে গ্রামের প্রতিটি দেওয়ালে দেখা যাবে তাদের নিজেদের তৈরি বিভিন্ন রকমের আঁকি-বুকি।
এই গ্রাম দেখতে গেলে আপনাদের যেতে হবে বীরভূমের লাল মাটির শহর বোলপুরে। বোলপুর মূলত শান্তিনিকেতনের জন্য বিখ্যাত। আর এই শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে গেলেই সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট থেকে দুপুরের খাওয়া-দাওয়া সেরে মাত্র এক ঘণ্টা সময় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যান মাত্র দু কিলোমিটার দূরে। কিছু দূর হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন বল্লভপুর গ্রাম। গ্রামে প্রায় ১০০ টি বাড়ি। গোটা গ্রামটিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস।
advertisement
advertisement
গোটা গ্রাম ঘুরে দেখা যাবে আদিবাসী সম্প্রদায়ের নিজেদের কারুকার্য। মূলত ডিসেম্বর মাস থেকে গ্রামের মানুষ তাদের বাড়ির দেওয়াল জুড়ে শুরু করেন বিভিন্ন রকমের ছবি আঁকতে ও কারুকার্য করতে। তাদের এই কারুকার্য চলে দু মাস ধরে। তবে এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। তাদের বাড়ির দেওয়ালের এই সমস্ত কারুকার্য থাকে ছ মাস। বর্ষাকাল পড়তেই এই কারুকার্য ধুয়ে মুছে সাফ হয়ে যায় বৃষ্টির জলে। আর সেই কারণেই তাদের আবার ডিসেম্বরের শুরুতে কারুকার্য শুরু করতে হয়।
advertisement
একসময় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে এই আদিবাসী গ্রামে হঠাৎই নেমে পড়েন কনভয় থামিয়ে এই গ্রামের শিল্পকলা দেখতে। শুধু তিনিই নন, শান্তিনিকেতন বেড়াতে এসে অনেকেই এই গ্রামে একবার ঢু মেরে যান আদিবাসী শিল্পকলার এই অপূর্ব কাজ দেখতে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 11:50 AM IST