এই সম্মান এবার প্রদান করা হল নদিয়া জেলার বিষয় ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ছয় জন শিক্ষক-শিক্ষিকাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে কল্যাণী, পলাশী এছাড়াও বিভিন্ন জেলার প্রান্ত থেকে। বাংলা, ভূগোল, অর্থনীতি, বাণিজ্য ছাড়াও আরও দুটি মিলিয়ে মোট ছটি বিষয়ের উপরে শিক্ষক-শিক্ষিকাদের এই সম্মান প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, প্রাক্তন সভাপতি ও আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
আরও পড়ুন: ‘লেপ’ বানাতে কেন ‘লাল কাপড়’ ব্যবহার হয় বলুন তো…? চমকে দেবে ‘আসল’ কারণ!
জয়ন্ত বাবু বলেন, পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। আগামী দিনেও ওনারা আরও অনেক এই ধরনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন। ওনারা চাইছেন সরকারি এবং বেসরকারি স্কুল গুলির একটি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার। আর সেই কারণেই ওনারা সরকারি বিদ্যালয়গুলিতে যোগাযোগ করেছেন।
আরও পড়ুন: কোন ‘সবজিতে’ সবচেয়ে বেশি ‘ভিটামিন-D’ আছে বলুন তো…? নাম শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকদেব কুন্ডু জানান, “আমরা কেউই এই বিষয়ে অবগত ছিলাম না। এমনকি জয়ন্ত বাবু নিজেও অবগত ছিলেন না। তার কারণ বিদ্যালয়ের তরফ থেকে কোন রকম দরখাস্ত এই বিষয়ের উপরে দেওয়া হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে দরখাস্ত এবং রেকমেন্ডেশন ছাড়া একেবারে নিরবে গোটা জেলা ব্যাপী যেভাবে বিষয়ভিত্তিক ভাবে বাছাই করে শিক্ষক-শিক্ষিকাদের সম্মানিত করলেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত। তবে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনও এক অদৃশ্য কারণে শুধু তাদের বিদ্যালয় নয়, শান্তিপুরে বাণিজ্য নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রী সংখ্যা ইদানিং তলানিতে ঠেকেছে, তাই এ বিষয়ে অভিভাবকদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন শুধু চাকরি নয় বিভিন্ন জীবিকামুখী পেশায় এই বিদ্যালয়ের বহু ছাত্র এখন প্রতিষ্ঠিত। বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও কমার্স বিভাগকে গুরুত্বহীন ভাবে দেখার কোনও কারণ নেই আজ জয়ন্ত বাবু সেই প্রমাণ করিয়ে দিয়েছেন।”
বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন জয়ন্ত বাবুকে সংবর্ধিত করেন টিচার কাউন্সিলের সম্পাদক প্রকাশ চন্দ্র দে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকদেব কুণ্ডু-সহ সকল সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
Mainak Debnath