TRENDING:

West Bengal news: সময়ে বেতন না পাওয়ার অভিযোগ! নানা সমস্যায় জর্জরিত হাওড়া পুরসভার অস্থায়ী কর্মীরা

Last Updated:

West Bengal news: পরপর মাসের বেতন আটকে পড়ছে, সংসারে অচল অবস্থা তবুও নিজেদের দায়িত্ব থেকে অনড় হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মিলছে না বেতন, অর্থের অভাবে সংসারে দেখা দিয়েছে অচল অবস্থা! অথচ নিজেদের দায়িত্ব পালনে অনড় ওরা। নিজেদের দুঃখ দুর্দশার কথা জানাতে গিয়ে চোখের কোণ চিকচিক করে গড়িয়ে পড়ল জল। বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্বাস্থ্যকর্মীর পোশাক গায়ে চাপিয়ে হাতে লিফলেট, পেন, খাতা নিয়ে মানুষকে সচেতন করছে ওরা।
advertisement

আরও পড়ুন: বিরাট ঘোষণা কলকাতা মেট্রোর! প্রতি রবিবার একটি রুটে সম্পূ্র্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল

স্বাস্থ্য বিভাগের নির্দেশ মতো শহরবাসীকে সুস্থ রাখতে নিশ্চিদ্র অভিযান ওদের। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন সতর্কবার্তা। কিন্তু নিজেদের কষ্ট কে বুঝবে। বুকে পাথর চাপা কষ্ট নিয়ে কর্তব্যরত হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। পরপর কয়েক মাসের বেতন আটকে সমস্যা। সমস্যা এই প্রথম নয়, একাধিক বার সামনাসামনি হয়েছেন তাঁরা। কেন এমন হচ্ছে তাদের সঙ্গে, তার উত্তর মিলছে না। এই কাজই তাদের সম্বল, তাই কাজ থেকে সরেও দাঁড়াতে পারছেন না।

advertisement

সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু সম্পূর্ণ সমাধান মেলেনি বলেই অভিযোগ। এই চড়া মূল্যের বাজারে সামান্য বেতনের চাকরি পরিবারের একমাত্র সম্বল। তাতেই কোনও রকমে জোটে দুবেলা দুমুঠো খাবার, সন্তানের লেখাপড়া থেকে চিকিৎসা খরচ। এ যেন নুন আনতে পান্তা ফুরিয়ে যাবার অবস্থা। হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দূরবস্থা। ওদের মধ্যে কেউ ১১ বছর, কেউ ১২-১৩ বছর এই কাজে যুক্ত।

advertisement

View More

আরও পড়ুন: ভারতে ট্রেনে চড়তে ৩৫০ কিমিতে খরচ হয় ১২১ টাকা! বাংলাদেশ-পাকিস্তানে কত খরচ জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
আরও দেখুন

সপ্তাহের সাত দিন কাজ করতে হয়। সংসার রয়েছে, পরিবার রয়েছে, একদিন একটু ছুটি হলে সুবিধা হয়। রবিবার ছুটি মঞ্জুর হয়েছে। কিন্তু তার বিনিময়ে সামান্য ৫৭০০ টাকা বেতন কমিয়ে ৪৫৫০ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ ও প্রতিবাদ জানিয়েও কাজের কাজ হচ্ছে না বলেই জানাচ্ছেন, অস্থায়ী কর্মীরা। কবে মিলবে শুরু হওয়া সেই দিনের অপেক্ষায় দিন গুনছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সময়ে বেতন না পাওয়ার অভিযোগ! নানা সমস্যায় জর্জরিত হাওড়া পুরসভার অস্থায়ী কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল