TRENDING:

Durga Puja 2025: রাজবাড়ি বা মন্দির নয়, জেলার পুজো প্যান্ডেলে কৃষক ও কৃষিকাজ! 'অন্নদাতা' থিম দেখে মুগ্ধ দর্শনার্থীরা

Last Updated:

Durga Puja 2025: ৬২ তম বর্ষে  কৃষিকাজকে প্রাধান্য দিয়ে পুজো মণ্ডপ সাজিয়েছে পুরুলিয়ার এই দুর্গাপুজো কমিটি। কৃষকদের গুরুত্ব বোঝানোর জন্য এই থিমের ভাবনা। সকলেই এই অভিনব থিম দেখে প্রশংসা করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ রাজ্যজুড়ে শারদ উৎসবের আমেজ। আট থেকে আশি সকলেই দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছেন। পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন জায়গাতেই যেমন সর্বজনীন দুর্গাপুজো হয়। এর মধ্যে বেশ কিছু পুজো প্রত্যেক বছর মানুষের মনে দাগ কাটে। সেগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া শহরের তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটির পুজো। প্রতিবছর নিজেদের অভিনব থিমের মাধ্যমে মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নেয় তাঁরা।
advertisement

এই বছরও তাঁদের পুজোর থিম সকলের মনে দাগ কাটছে। ৬২ তম বর্ষে কৃষিকাজকে প্রাধান্য দিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। এই বিষয়ে তেলকলপাড়া দুর্গাপুজো কমিটির সেক্রেটারি বিপুল মাহাতো বলেন, এবারের থিম ‘অন্নদাতা’। রোজ বহু মানুষের সমাগম হচ্ছে। ‌কৃষকদের পরিশ্রম, তাঁদের ত্যাগের কথা কেউ মনে রাখে না। তাই সেই মানুষগুলির গুরুত্ব বোঝানোর জন্য এই থিমের ভাবনা। সকলেই এই অভিনব থিম দেখে প্রশংসা করেছেন।

advertisement

আরও পড়ুনঃ অভিনব থিমের ছড়াছড়ি, হাওড়া-হুগলি থেকেও ছুটে আসছে মানুষ! ঘরে বসেই দেখুন ঘাটালের কিছু নজরকাড়া মণ্ডপ

এই প্রসঙ্গে এক দর্শনার্থী পুষ্পিতা বলেন, প্রতিবছরই তেলকলপাড়া দুর্দান্ত থিম করে। এবারও ব্যতিক্রম হয়নি। খুব সুন্দরভাবে মণ্ডপ সাজিয়েছেন তাঁরা। খুবই ভাললেগেছে বলে জানান তিনি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

পুরুলিয়া শহরের বিখ্যাত থিম পুজোগুলির মধ্যে অন্যতম তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটির পুজো। প্যান্ডেল হপিং করতে বেরোলে একবার হলেও দর্শনার্থীরা এই মণ্ডপে ঢুঁ মেরে যান। কারণ প্রতিবছরই তাঁদের থিমের মধ্যে কিছু না কিছু চমক থাকেই। এই বছরও ব্যতিক্রম হল না।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: রাজবাড়ি বা মন্দির নয়, জেলার পুজো প্যান্ডেলে কৃষক ও কৃষিকাজ! 'অন্নদাতা' থিম দেখে মুগ্ধ দর্শনার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল