আরও পড়ুন: পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গেছে, কেউ দেখে না! জীবন যুদ্ধে দিশেহারা বৃদ্ধ যোগেন্দ্র
এই নতুন আবিষ্কারের হাত ধরে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ওয়েল্ডিং-এর ত্রুটি ধরে ফেলতে পারবে। এর জন্য তৈরি হয়েছে বিশেষ এআই ভিত্তিক সফটওয়্যার। সেই ত্রুটি কোথায়, কতটা বিপজ্জনক সব জানিয়ে দেবে এই বিশেষ সফটওয়্যার। এই বিশেষ সফটওয়্যার বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন আইআইটি খড়গপুরের অধ্যাপক ও গবেষকরা।
advertisement
আইআইটি খড়গপুরের সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ২০১৮ সাল থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা চালাচ্ছে।
বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন উন্নত প্রযুক্তি নিয়ে তাঁরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে ওয়েল্ডিং-এর ত্রুটি মেরামত এবং ত্রুটি যাচাইয়ের জন্য একটি বিশেষ সফটওয়্যার বানানো হয়েছে। যা খুব দ্রুত ওয়েল্ডিং-এর ত্রুটি ধরে ফেলবে এবং সেই ত্রুটি কতটা সেই পরিমাপও নিখুঁতভাবে জানিয়ে দেবে এই সফটওয়্যার।
গবেষকরা জানিয়েছেন, মানবদেহে যেমন আলট্রাসনিক সাউন্ডের মধ্য দিয়ে একটি বিশেষ ছবি পাওয়া যায়, একইভাবে ওয়েল্ডিং-এর ত্রুটি রয়েছে কিনা তা জানার জন্য আলট্রাসনিক ইমেজ প্রস্তুত করা হয়। সেই আলট্রাসনিক ওয়েভ থেকে প্রাপ্ত ছবি যাচাই করা হয়ে থাকে। এবার সেই বিশেষ ছবি যাচাই করবে এআই সফটওয়্যার, ফলে সব নিখুঁতভাবে জানা যাবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এআই নির্ভর এই বিশেষ সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে I-ToFD। বিভিন্ন ওয়েল্ডিং-এর ত্রুটি সেই বিশেষ বস্তুকে না ভেঙে যাচাই করবে এই সফটওয়্যার। আইআইটি’র সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাডভান্সড ম্যানুফেকচারিং টেকনোলজির প্রধান অধ্যাপক সূর্যকান্ত পালের তত্ত্বাবধানে দুই গবেষক পড়ুয়া অনন্ত দত্ত এবং অভিষেক মুখার্জি এবং দুই আন্ডার গ্রাজুয়েট পড়ুয়া, রসায়নের ছাত্র এ. কে বিশ্বনাথন, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র শ্রবণ কুমার সিং এই বিশেষ সফটওয়্যারটি তৈরি করেছেন। শিল্পক্ষেত্রে এটি যুগান্তকারী আবিষ্কার বলা যায়।
রঞ্জন চন্দ