Bengali News: পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গেছে, কেউ দেখে না! জীবন যুদ্ধে দিশেহারা বৃদ্ধ যোগেন্দ্র
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বয়সের ভারে ঠিকভাবে হাঁটতেও পারেন না। পান বিক্রির আশায় রোজ ঘুরে বেড়ান শহরের অলিগলি
শিলিগুড়ি: সকাল গড়িয়ে ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২ টা। তপ্ত দুপুরে শিলিগুড়ি শহরে সবাই তখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। এরমধ্যে হঠাৎ এক বৃদ্ধর হাঁক ডাক কানে ভেসে আসে। পানের ঝাঁকা নিয়ে গলি গলি ঘুরে শেষে ক্লান্ত হয়ে ছায়ায় এসে বসেছিলেন। কিছুক্ষণ জিরিয়ে নিয়েই ফের হাঁক দিয়ে হাঁটতে শুর করলেন, ‘পান লাগবে পান / মিঠা পাতা পান, বাংলা পাতা পান’।
এমন সুর তুলে মাথার ঝাঁকায় করে প্রখর রোদে পান বিক্রি করে চলেছেন ৮০ বছর বয়সের এক বৃদ্ধ। বয়সের ভারে ঠিকভাবে হাঁটতেও পারেন না। তবে পান বিক্রির আশায় রোজ ঘুরে বেড়ান শহরের অলিগলি। এই বয়সে পান বিক্রি করতে রাস্তায় কেন জিজ্ঞেস করতেই তিনি জানান, থাকেন শিলিগুড়ি শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনিতে। নাম যোগেন্দ্র সরকার। বাড়িতে থাকে দেখাশোনার মত কেউ নেই। পাঁচ মেয়েরই বিয়ে দিয়েছেন। কিন্তু কেউ তো আর দেখভাল করে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাই এই ৮০ বছর বয়সেও নিজের অন্ন সংস্থানের জন্য মাথায় পানের ঝাঁকা নিয়ে ঘুরছেন। বেঁচে থাকতে গেলে যে কতটা কঠিন লড়াই করতে হয় তা এই বৃদ্ধকে দেখলেই বোঝা যায়। যোগেন্দ্রবাবু জানান,
কোনওদিন ২০০ তো কোনওদিন কপাল ভাল থাকলে ৪০০ টাকার মতো রোজগারও হয়ে যায়। পানের খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। লকডাউনের আগে পর্যন্ত সবজির ব্যবসা করতেন। কিন্তু তারপর আর হাতে টাকা না থাকায় বাধ্য হয়ে পান ফিরি করে বেড়াচ্ছেন। তবে এইভাবে আর কতদিন টানতে পারবেন তা ওই বৃদ্ধর শরীর দেখলে সংশয় তৈরি হয়।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 6:51 PM IST