Bengali News: পাঁচ মেয়ের‌ই বিয়ে হয়ে গেছে, কেউ দেখে না! জীবন যুদ্ধে দিশেহারা বৃদ্ধ যোগেন্দ্র

Last Updated:

বয়সের ভারে ঠিকভাবে হাঁটতেও পারেন না। পান বিক্রির আশায় রোজ ঘুরে বেড়ান শহরের অলিগলি

+
পান

পান বিক্রি করতে শিলিগুড়ির রাস্তায় যোগেন্দ্র 

শিলিগুড়ি: সকাল গড়িয়ে ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২ টা। তপ্ত দুপুরে শিলিগুড়ি শহরে সবাই তখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। এরমধ্যে হঠাৎ এক বৃদ্ধর হাঁক ডাক কানে ভেসে আসে। পানের ঝাঁকা নিয়ে গলি গলি ঘুরে শেষে ক্লান্ত হয়ে ছায়ায় এসে বসেছিলেন। কিছুক্ষণ জিরিয়ে নিয়েই ফের হাঁক দিয়ে হাঁটতে শুর করলেন, ‘পান লাগবে পান / মিঠা পাতা পান, বাংলা পাতা পান’।
এমন সুর তুলে মাথার ঝাঁকায় করে প্রখর রোদে পান বিক্রি করে চলেছেন ৮০ বছর বয়সের এক বৃদ্ধ। বয়সের ভারে ঠিকভাবে হাঁটতেও পারেন না। তবে পান বিক্রির আশায় রোজ ঘুরে বেড়ান শহরের অলিগলি। এই বয়সে পান বিক্রি করতে রাস্তায় কেন জিজ্ঞেস করতেই তিনি জানান, থাকেন শিলিগুড়ি শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনিতে। নাম যোগেন্দ্র সরকার। বাড়িতে থাকে দেখাশোনার মত কেউ নেই। পাঁচ মেয়ের‌ই বিয়ে দিয়েছেন। কিন্তু কেউ তো আর দেখভাল করে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাই এই ৮০ বছর বয়সেও নিজের অন্ন সংস্থানের জন্য মাথায় পানের ঝাঁকা নিয়ে ঘুরছেন। বেঁচে থাকতে গেলে যে কতটা কঠিন লড়াই করতে হয় তা এই বৃদ্ধকে দেখলেই বোঝা যায়। যোগেন্দ্রবাবু জানান,
কোন‌ওদিন ২০০ তো কোন‌ওদিন কপাল ভাল থাকলে ৪০০ টাকার মতো রোজগারও হয়ে যায়। পানের খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। লকডাউনের আগে পর্যন্ত সবজির ব্যবসা করতেন। কিন্তু তারপর আর হাতে টাকা না থাকায় বাধ্য হয়ে পান ফিরি করে বেড়াচ্ছেন। তবে এইভাবে আর কতদিন টানতে পারবেন তা ওই বৃদ্ধর শরীর দেখলে সংশয় তৈরি হয়।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: পাঁচ মেয়ের‌ই বিয়ে হয়ে গেছে, কেউ দেখে না! জীবন যুদ্ধে দিশেহারা বৃদ্ধ যোগেন্দ্র
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement