Bengali News: এক বিজ্ঞপ্তিতেই সল্টলেকে মৃত্যু মুখে সারমেয়রা! সারাদিন প্রায় কিছুই খেতে পাচ্ছে না

Last Updated:

২০২৩ এর সেপ্টেম্বর এই পার্কের দায়িত্বে আসা নতুন রেঞ্জার প্রণব দাসের জারি করা একটি বিজ্ঞপ্তির কারণেই এমন অমানবিক পরিস্থিতিতে তৈরি হয়েছে বলে অভিযোগ

+
অমানবিক

অমানবিক বিজ্ঞপ্তি

উত্তর ২৪ পরগনা: গত কয়েক বছর ধরেই অবলা বেশ কিছু সারমেয়র বাসস্থান হয়ে উঠেছিল সল্টলেক এফবি ব্লকের উল্টোদিকে অবস্থিত সেন্ট্রাল পার্ক, বনবিতান পার্ক। প্রাকৃতিক নিয়মে সেখানে ওই কুকুরদের বংশবিস্তারও ঘটে। বেশ কিছু সদ্যোজাত কুকুরছানা আছে ওই জায়গায়। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে গেছে। ওখানে থাকা প্রায় ৪০ টি কুকুর চরম খাদ্য কষ্টে বাঁচছে।
২০২৩ এর সেপ্টেম্বর এই পার্কের দায়িত্বে আসা নতুন রেঞ্জার প্রণব দাসের জারি করা একটি বিজ্ঞপ্তির কারণেই এমন অমানবিক পরিস্থিতিতে তৈরি হয়েছে বলে অভিযোগ। এলাকার পশুপ্রেমীরা দাবি করেছেন, গত কয়েক মাসে এখানে খেতে না পেয়ে ১৩ থেকে ১৫ টি কুকুরের মৃত্যু হয়েছে। আগে পার্কে আসা মানুষজন খেতে দিত এই পথ কুকুরদের। ফলে তাদের খাওয়া নিয়ে কোন‌ও সমস্যা ছিল না। কিন্তু বন বিভাগের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে এই কুকুরদের খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তার ফলেই খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।
advertisement
advertisement
বর্তমানে এই পার্কে গেলে দেখা যাবে শীর্ণকায় চেহারায় ঘুরে বেড়াচ্ছে কুকুরগুলো দেখলেই বোঝা যায় তারা ভাল করে খেতে পায় না। সদ্যোজাত কুকুর ছানাগুলো তো না খেতে পেয়ে যেকোনও মুহূর্তে মারা যাবে সেটা সাদা চোখে দেখলেই বোঝা যাচ্ছে। এমন অমানবিক দৃশ্য দেখে ঠিক থাকতে না পেরে এগিয়ে আসেন পশুপ্রেমী অনির্বাণ মিত্র। কীভাবে এই পথ কুকুরদের তিনি বাঁচাবেন সেই চিন্তা করে লুকিয়ে খাবার নিয়ে পার্কের ভেতরে ঢুকে তাদের মুখে আহার তুলে দেওয়ারও চেষ্টা করেন। এদিকে নানাভাবে চেষ্টা চালিয়েও পার্কের ভেতর থেকে কিছুতেই কুকুরগুলোকে বাইরে বের করা সম্ভব হয়নি। কষ্ট সহ্য করেই অবলা প্রাণীগুলি রয়ে গিয়েছে সেখানে। এই অবস্থায় এমন বিজ্ঞপ্তি নিয়েই উঠেছে প্রশ্ন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পশুপ্রেমী অনির্বাণ মিত্র ও কলকাতার এক ব্লগার তথা পশু প্রেমী সুবর্ণ গোস্বামী বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমীরা। পার্কের দায়িত্বে থাকা আধিকারিকের এই সিদ্ধান্তকে অমানবিক বলে চিহ্নিত করেন তাঁরা। বিষয়টি জানানো হয় মানেকা গান্ধি সহ বন দফতরের কাছে। বিষয়টি জেনে এগিয়ে আসেন আইনজীবী সোহিনী অধিকারীও। পার্কের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী বলে আখ্যা দেন তিনি। এদিকে বন দফতরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: এক বিজ্ঞপ্তিতেই সল্টলেকে মৃত্যু মুখে সারমেয়রা! সারাদিন প্রায় কিছুই খেতে পাচ্ছে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement