TRENDING:

Nadia News: ফেল করা মানেই জীবন থেমে যাওয়া নয়! অনুত্তীর্ণদের বাড়ি গিয়ে শিক্ষকরা নিচ্ছেন বিশেষ ক্লাস

Last Updated:

জানা যায় এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুপাতে নিরিখে পাশের হার যথাযথ থাকলেও বেশ কিছু পরীক্ষার্থীরা অকৃতকার্যও হয়েছে। সংখ্যার দিক থেকে বিচার করতে গেলে সেটি নেহাত কম নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নদিয়া: পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবন থমকে যাওয়া নয়! বরং নিজের দুর্বল জায়গা কে অনুশীলনের মাধ্যমে সবল করে পুনরায় কৃতকার্য হওয়াই একজন ছাত্র কিংবা ছাত্রীর মূল লক্ষ্য হওয়া উচিত। সেই ভাবনা নিয়ে এবার স্কুল শিক্ষকরা দাঁড়ালেন এ বছর মাধ্যমিকে অকৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীদের পাশে। জানা যায় এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুপাতে নিরিখে পাশের হার যথাযথ থাকলেও বেশ কিছু পরীক্ষার্থীরা অকৃতকার্যও হয়েছে। সংখ্যার দিক থেকে বিচার করতে গেলে সেটি নেহাত কম নয়, বিদ্যালয়ের সূত্রে খবর অনুযায়ী এ বছর মাধ্যমিকের প্রায় ১৩ জন পরীক্ষার্থী ফুলিয়া বিদ্যামন্দির বিদ্যালয়ে থেকে অকৃতকার্য হয়েছে।
advertisement

আরও পড়ুন: আত্রেয়ী নদীর বাঁধে বিপত্তি, এক বছরেই ধসে গেল বাঁধের ৪০ ফুট অংশ,সাসপেন্ড ৬ ইঞ্জিনিয়ার

অনেক সময় দেখা যায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে পরিবার ও পারিপার্শ্বিক লাঞ্ছনার শিকার হতে হয় ছাত্র-ছাত্রীদের। এরপর সামাজিক পরিস্থিতির চাপে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে তারা। আর তার জেরেই অনেক সময় বেশ কিছু পরীক্ষার্থীরা চরম সিদ্ধান্ত নিয়ে থাকে। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছিল এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোনোর পরে। পরীক্ষার ফলাফলে অকৃতকার্য দেখেই এক ছাত্রী তার জীবনের চরম সিদ্ধান্ত নেয়, যদিও সেটা এই বিদ্যালয়ের নয় ফুলিয়ারই অন্য একটি বিদ্যালয়।

advertisement

আরও পড়ুন: একটানা বৃষ্টিতে নদী গিলতে আসছে প্রধান রাস্তা! তবুও হুঁশ নেই প্রশাসনিক কর্মকর্তাদের

View More

তবে শুধু এ বছরই নয়, বেশ কিছু বছর আগেও একই ঘটনা ঘটে এই বিদ্যালয়ের ক্ষেত্রে। আর সেই সমস্ত বিষয় লক্ষ্য করেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মনস্তাত্ত্বিকএবং এবং কাউন্সেলিং এর জন্য বিভিন্ন অভিজ্ঞদের নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে একটি আলোচনা সভার ব্যবস্থা করেন করেন। তবে শিক্ষক-শিক্ষিকারা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা এই প্রথম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অকৃতকার্য হওয়া পড়ুয়ারা যাতে ভেঙে না পড়ে এবং পুনরায় নিজের ভীতি বা লজ্জা কাটিয়ে বিদ্যালয়ে এসে যাতে তারা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে সেই কারণেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অকৃতকার্য হওয়ার ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়ানোর শপথ নিলেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ফেল করা মানেই জীবন থেমে যাওয়া নয়! অনুত্তীর্ণদের বাড়ি গিয়ে শিক্ষকরা নিচ্ছেন বিশেষ ক্লাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল