শিক্ষকের বাড়িতে গিয়ে তার সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের কয়েন দেখে অভিভূত হবেন। প্রত্যেকেরই এক এক ধরনের শখ থাকে। ছোট থেকেই দেশ-বিদেশের কয়েক সংগ্রহের নেশা শিক্ষক সন্তু জানার।একাধিক দেশে ব্যবহৃত নানান মুদ্রা রয়েছে তার সংগ্রহে। পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনের বাসিন্দা সন্তু জানা পেশায় শিক্ষক হলেও তার নেশা ইতিহাস উদঘাটন এবং ইতিহাস সংরক্ষণ। তবে ছোট থেকেই কয়েন সংগ্রহের নেশা তার। ছোটবেলায় কখনও বাবার কাছে কিংবা অন্যদের কাছে থাকা কয়েন সংগ্রহ করে রাখতেন। তবে পরবর্তীতে সেই আবদারকে শখে পরিণত করেছেন তিনি।
advertisement
এখনও পর্যন্ত প্রায় ৪০ টি ভিন্ন দেশের কয়েন রয়েছে তার সংগ্রহে এবং সযত্নে সেগুলিকে গুছিয়ে রেখেছেন তিনি। ইউরোপ, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ নানান বিদেশের নানা দেশের কয়েন রয়েছে তার কাছে। শুধু তাই নয়, বিদেশের পাশাপাশি নিজের দেশ ভারতবর্ষেরও প্রাচীন কয়েন রয়েছে তার সংগ্রহে। প্রাচীন মুঘল সময়ের এক পাই , সিক্কা থেকে নানান মুদ্রা রয়েছে শিক্ষকের সংগ্রহে। এছাড়াও ইংরেজ আমলেও রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত কয়েনও রয়েছে তার কাছে। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সময়ের একাধিক কয়েন রয়েছে শিক্ষকের সংগ্রহে।
ভারতবর্ষে প্রকাশিত বিভিন্ন মনীষীর ছবি, বিভিন্ন ঘটনার বিবরণ সম্বলিত কয়েন রয়েছে শিক্ষক সন্তু জানার সংগ্রহে। প্রতিদিনই বহু অনুসন্ধিৎসু মানুষ আসেন সন্তু জানার কাছে। পরখ করে দেখেন তার সংগ্রহকে। আর এতেই বেশ খুশি সন্তু বাবু। বিনামূল্যে বিভিন্ন কয়েন সম্পর্কেও জানতে পারবেন তার কাছে।





