TRENDING:

Kaushiki Amavasya : কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন? হোটেলের ভাড়া জানেন তো? না জেনে গেলে রাস্তায় ঘুরতে হবে

Last Updated:

খাতায় কলমে যে ভাড়ার কথা, সেখানে কৌশিকী অমাবস্যায় হোটেল ভাড়া লাগছে প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারাপীঠ, বীরভূম, অক্ষয় ধীবর: কৌশিকী অমবস্যা মানেই পুণ্যার্থীদের ঢল। এবার এই কৌশিকী অমবস্যাতেই তারাপীঠে হোটেলের ভাড়া এক লাফে বাড়ল প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ। উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তারাপীঠে হোটেল রাজ। জেলা প্রশাসনের কড়া নির্দেশ আছে, এবছর কোনওরকম তিন দিনের প্যাকেজে হোটেল বুকিং করা যাবে না।
কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে হোটেল বাড়া বৃদ্ধি। (প্রতিকী ছবি)
কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে হোটেল বাড়া বৃদ্ধি। (প্রতিকী ছবি)
advertisement

পুণ্যার্থীরা একদিনের জন্য হোটেল চাইলেও সেটি দিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই নিয়ম মানা হচ্ছে না। প্রতি বছর ভাদ্র মাসের শুরুতেই আসে কৌশিকী অমাবস্যা তিথি। চলতি বছরে এই তিথি পালিত হবে ২২ অগস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে। শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। এদিন তারাপীঠে মহা ধুমধাম করে দেবীর আরাধনা করা হয়।

advertisement

আরও পড়ুন : যেখানে বন্যা, সেখানেই আয় বেড়েছে কাঠমিস্ত্রীদের! কী এমন কাজ করছেন তাঁরা? 

আর এই কৌশিকী অমাবস্যার সময় পুজো দিতে তারাপীঠে সমাগম হয় অসংখ্য পুণ্যার্থীর। তবে এবার সেই চেনা চেহারা কতটা দেখা যাবে, তাই নিয়েই উঠছে প্রশ্ন। কারণ তারাপীঠের বিপুল সংখ্যক ভক্ত সমাগমকে কাজে লাগাতে চাইছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। আর এই উৎসবের আগেই আকাশ ছুঁয়েছে তারাপীঠের হোটেল ভাড়া। একদিনের জন্য মিলছে না হোটেলের ঘর। অন্তত তিনদিনের জন্য বুক করতে হচ্ছে হোটেল।

advertisement

আরও পড়ুন : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দিতে চান? কখন পুজো শুরু, কখন থেকে লাইনে দাঁড়াবেন? কত টাকা দিলে আগে পুজো দেওয়ার সুযোগ? জানুন

আর সেই বুকিংয়ের জন্য খসাতে হচ্ছে মোটা টাকা। তারাপীঠে প্রায় ৪০০ হোটেল রয়েছে। কিন্তু তার মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কোথাও নন এসি রুমের তিনদিনের ভাড়া ৬ হাজার, তো কোথাও আবার এসি রুমের ভাড়া পড়ছে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। খাতায় কলমে এই ভাড়ার কথা বলা হলেও, সময় এবং হোটেল ভেদে নন এসি রুমের ভাড়া পড়ছে প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ। যা দেখে মাথায় হাত পড়েছে পুণ্যার্থীদের। যদিও এই অতিরিক্ত ভাড়ার কথা অস্বীকার করেছে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

advertisement

তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানান, হোটেল প্যাকেজ সিস্টেম উঠিয়ে দেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যায় অতিরিক্ত হোটেল ভাড়া রুখতে হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ ‘হেল্প ডেক্স’ চালু করার জন্য। নির্দিষ্টভাবে কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন : কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার প্ল্যান? হোটেলের ভিতর কী চলছে জানেন? যাওয়ার আগে সব জানুন, না হলেই ফাঁসবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়চণ্ডী পাহাড়ের কোলে 'রণচণ্ডী' মূর্তি! পুরুলিয়ার ঘরে ঘরে 'দুর্গা' তৈরিতে অভাবনীয় কৌশল
আরও দেখুন

উল্লেখ্য, কৌশিকী অমাবস্যার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক ইতিহাস। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের দর্শন পান। অন্যদিকে পুরাণ অনুযায়ী শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে দেবতারা অস্থির হয়ে পড়েন। তখন দেবী মহামায়া নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নতুন এক দেবীমূর্তির জন্ম দেন। তিনি হলেন দেবী কৌশিকী। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন দেবী কৌশিকী। শোনা যায় এরপর থেকে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিতি লাভ করে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya : কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন? হোটেলের ভাড়া জানেন তো? না জেনে গেলে রাস্তায় ঘুরতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল